বিনোদন

হিজাবি মেহজাবিন, বখাটে নিশো

মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো। সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা দেওয়াই তার মূল কাজ। একই শহরে বসবাস করেন মেহজাবিন চৌধুরী। কিন্তু তিনি নিশোর বিপরীত ঘরানার মেয়ে। যার দুটো চোখ ছাড়া সবই পর্দায় ঢাকা থাকে। হাজী সাহেবের যোগ্য মেয়ে হিসেবে সবাই প্রশংসা করেন তার।

এমন দুটি বিপরীত স্রোতের চরিত্রকে এক করেছেন নির্মাতা রুবেল হাসান। নির্মাণ করলেন বিশেষ নাটক ‘মহব্বত’। মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি প্রযোজনা করেছে সিএমভি।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘গ্রাম বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র প্রতিনিয়ত দেখতে পাই। এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্পই বেশি শুনি। তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। এতে যেমন ভিন্ন একটি গল্প আছে, তেমনি দারুণ একটি বার্তাও আছে দর্শকদের জন্য।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, রোজার আগের বিশেষ চমক হিসেবে এপ্রিলের প্রথম সপ্তাহে ‘মহব্বত’ নাটকটি সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।