বিনোদন

বিজয়ীর মুকুট পরে পুরোনো বিতর্কে মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হয়েছেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। রোববার (৩ এপ্রিল) রাতে নগরীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে এ প্রতিযোগিতার  গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। কয়েক হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন তিনি।

এ প্রতিযোগিতার অডিশন পর্বে বিতর্কে জড়িয়েছিলেন মিথিলা। আলোচিত মডেল-অভিনেত্রী শান্তা পাল অভিযোগ করেছিলেন—‘অডিশন না দিয়েই মিস ইউনিভর্সে যুক্ত হয়েছেন মিথিলা।’ বিজয়ের মুকুট পরার পরই পুরোনো সেই বিতর্কের মুখে পড়েন তিনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সদ‌্য নির্বাচিত মিস ইউনিভার্স।

তানজিয়া জামান মিথিলা বলেন—‘আমি যদি অডিশনে নাই আসতাম, তবে অডিশনের যে ভিডিও সেখানে আমাকে দেখা যেত না। একজন মডেল হয়ে আরেকজন মডেলকে নিয়ে এ ধরণের কথা বলা একদমই ঠিক না।’

পরস্পরকে আরো সহযোগিতা পরায়ণ হওয়া উচিৎ বলে মনে করেন মিথিলা। তিনি বলেন, ‘আমাদের সবারই উচিৎ পরস্পরকে আরো বেশি সম্মান, আরো বেশি সহযোগিতা করা। এটা যেকোনো মডেল, যেকোনো অভিনেত্রীর ক্ষেত্রে হওয়া উচিৎ। কারণ শোবিজে আমাদের মধ‌্যে যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকে তাহলে আমরা কেউই বিজয়ী হতে পারব না।’

অডিশনের দিনের ঘটনা বর্ণনা করে শান্তা পাল বলেছিলেন—‘মিস ইউনিভার্স বাংলাদেশ অডিশনে আমি প্রায় চার ঘণ্টা ছিলাম। আমার সঙ্গে আরো ৬ জন ছিলেন। মাঝে হঠাৎ দেখি আমাদের সিনিয়র একজন মডেল ভেতরে ঢুকলেন। তার নাম মিথিলা। ভাবলাম হয়তো কোনো কাজে এসেছেন তিনি। এর পর বের হয়ে ক্যামেরার সামনে সাক্ষাৎকার দেন তিনি।’

পরে এ বিষয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেছিলেন—‘যারা বাদ পড়েছে, তারা নিজেদের প্রথম পঞ্চাশে দেখতে না পেয়ে হিংসায় এই ধরনের মিথ্যাচার করছে।’

এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজ অঙ্গনের পরিচিত মুখ মিথিলা। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।

‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলাকে কেন্দ্র করে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে।