বিনোদন

না ফেরার দেশে ‘হ্যারি পটার’খ্যাত পল রিটার

না ফেরার দেশে চলে গেলেন ‘হ্যারি পটার’খ্যাত অভিনেতা পল রিটার। তার বয়স হয়েছিল ৫৪।

জানা গেছে, ব্রেন টিউমারে ভুগছিলেন পল রিটার। সোমবার (৫ এপ্রিল) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই অভিনেতার মুখপাত্র মৃত্যুর খবরটি জানিয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, পল রিটার গত রাতে মারা গিয়েছেন। সেই সময় তার পাশে ছিলেন স্ত্রী পলি, ছেলে ফ্র্যাঙ্ক এবং নোহ। বাড়িতেই তার মৃ্ত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪। মস্তিষ্কে টিউমারে ভুগছিলেন তিনি।’

তিনি আরো বলেন, ‘পল এক ব্যতিক্রমী প্রতিভাবান অভিনেতা ছিলেন। অসাধারণ দক্ষতার সঙ্গে মঞ্চ থেকে পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি প্রচণ্ড বুদ্ধিমান, দয়ালু এবং খুব মজার মানুষ ছিলেন। আমরা বিশেষভাবে তাকে স্মরণ করব।’

‘হ্যারি পটার অ্যান্ড দ্য হাফ-ব্লাড প্রিন্স’ সিনেমায় উইজার্ড এলড্রেড ওরপেল চরিত্রে অভিনয় করেন রিটার। এছাড়া জেমস বন্ড সিরিজের ‘কোয়ান্টাম অব সোলেস’ সিনেমায় দেখা গেছে তাকে। পাশাপাশি ২০১১ সাল থেকে ‘ফ্রাইডে নাইট ডিনার’ টিভি সিরিজে মার্টিন গুডম্যান চরিত্রে অভিনয় করেছেন তিনি।

পলের মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মীরা। মাইক্রোব্লগিং সাইট টুইটারে জেমস বন্ড অ্যাকাউন্টেও শোক প্রকাশ করা হয়েছে।