বিনোদন

মিস ইউনিভার্সে অংশ নিচ্ছেন না মিথিলা

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী তানজিয়া জামান মিথিলা। আগামী ১৬ মে, মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে তার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু  সময় স্বল্পতা ও যথাযথ প্রস্তুতিতে ঘাটতি থাকার কারণে বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান মিথিলার নাম প্রত্যাহার করেছে।।

বিষয়টি ব‌্যাখ‌্যা করে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন—‘লকডাউন ও ভ্রমণ জটিলতার কারণে সব প্রস্তুতি নিতে পারিনি। ভিসা প্রসেসিং শেষ হয়নি। যার কারণে আমরা মিস ইউনিভার্স ২০২০-এর মূল আসরে অংশগ্রহণ করতে পারছি না। চলতি সপ্তাহের শুরুতে মিস ইউনিভার্স কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।’

মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নেওয়ার জন‌্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারেননি মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। এ বিষয়ে রফিকুল ইসলাম ডিউক বলেন, ‘মিস ইউনিভার্স থেকে কিছু শর্ত দেয়া হয়েছিল। তার মধ‌্যে একটি বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও নির্মাণ করতে হবে। কিন্তু করোনা ও লকডাউনে কারণে সেই শর্ত পূরণ করা সম্ভব হয়নি। তা ছাড়া ন্যাশনাল কস্টিউমেও ঘাটতি রয়েছে। লকডাউন বাড়িয়ে ২৮ এপ্রিল করায় সরকারি অফিস বন্ধ।’

কয়েকদিন আগে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে লকডাউন সমস‌্যার কথা জানিয়েছিলেন মিথিলা। এ অভিনেত্রী বলেছিলেন—‘লকডাউন সমস্যায় ফেলে দিয়েছে। পুরোটা সময় ঘরবন্দি থাকতে হচ্ছে। তবু বাসায় বসে জুমে ট্রেইনারের সঙ্গে ক্লাস করছি। অনেক বায়োগ্রাফি, ডকুমেন্টারি পড়ছি। অর্থাৎ ঘরে বসে যতটুকু নলেজ নেওয়া যায়- চেষ্টা করছি। আমি চাইলে বাইরে থেকে শপিং করতে পারি। কিন্তু আমি চাই আমার দেশকে উপস্থাপন করতে। দেশের ডিজাইনার বা দেশের কাপড় রিপ্রেজেন্ট করতে। অর্থাৎ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে বিশ্ব মঞ্চে যাচ্ছি। কিন্তু সময় খুবই কম। যে কারণে কোনো বিষয়ে পুরোপুরি প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না।’

এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে থেকেই শোবিজে পরিচিত মুখ মিথিলা। দেশের বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন চিত্রে মডেল হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৯ সালের ডিসেম্বরে বলিউড সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী।

‘রোহিঙ্গা’ নামে এ সিনেমা পরিচালনা করছেন ভারতের হায়দার খান। তিনি বলিউডের ‘দাবাং’, ‘কমান্ডো’, ‘দঙ্গল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ‘মিস্টার ভুটান’ স্যাঙ্গে। মজার ব্যাপার হলো—এ সিনেমার চিত্রনাট্য সাজানো হয়েছে মিথিলাকে কেন্দ্র করে। সিনেমাটি এখন মুক্তির অপেক্ষায় দিন গুনছে