বিনোদন

সরকারকে কারফিউ জারির পরামর্শ দিলেন সুবর্ণা মুস্তাফা

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে সরকার লকডাউন ঘোষণা করেছে। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ। তারা চাচ্ছেন লকডাউন তুলে নেওয়া হোক।

করোনার বর্তমান পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনীত এমপি ও বর্ষীয়ান অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা। তিনি মনে করেন, লকডাউন আরো জোরালো করা উচিত। এজন্য প্রয়োজনে সরকারকে কারফিউ ঘোষণার পরামর্শ দিয়েছেন এই অভিনেত্রী।   

সুবর্ণা মুস্তাফা বুধবার (২১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘লকডাউন আরো জোরালোভাবে কার্যকর করা উচিত। আমরা এখনও মহামারির ভয়াবহতার মুখোমুখী হইনি, কিন্তু সেদিকেই যাচ্ছি। প্রয়োজনে সরকারের উচিত কারফিউ জারি করা। কারণ, জীবন আগে।’

করোনায় আক্রান্ত হয়ে কিংবদন্তি অভিনেত্রী কবরী, অভিনেতা ওয়াসীম, কণ্ঠশিল্পী মিতা হকের মতো গুণী শিল্পীরা কয়েকদিন আগে মারা গেছেন। এদিকে নায়ক আলমগীরসহ অনেকেই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।