বিনোদন

করোনা যোদ্ধাদের জন্য সাহায্যের হাত বাড়ালেন সালমান

ভারতের দ্বিতীয় দফায় করোনাভাইরাসের প্রকোপ বেড়েছে। সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরলসভাবে কাজ করছেন প্রথম সারির করোনা যোদ্ধা— চিকিৎসক, নার্স, পুলিশ ও অন্যরা।

এই অবস্থায় তাদের সাহায্যের হাত বাড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান। গত বছর জুনে করোনা মহামারির সময় দুস্থদের খাবার সরবরাহ করেছিলেন এই অভিনেতা। যুব সেনা নেতা রাহুল কানালের সঙ্গে মিলে আবারো খাবার সরবরাহ শুরু করছেন সালমান। সম্প্রতি করোনার কারণে মহারাষ্ট্রে জনতা কারফিউ শুরুর পর থেকে আবারো এই কার্যক্রম শুরুর পরিকল্পনা করেন ‘দাবাং’ অভিনেতা।

রাহুল কানাল বলেন, ‘সালমান দায়িত্বরত পুলিশ কর্মকর্তা, বৃহন্মুম্বাই করপোরেশন স্টাফ ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে খুবই চিন্তিত। প্রায়ই সব দোকানই বন্ধ এবং মুদি দোকান মাত্র চার ঘণ্টা খোলা থাকবে। এই অবস্থায় তারা কীভাবে প্রয়োজনীয় জিনিস পাবেন তিনি এটি ভেবে পাচ্ছেন না। আমরা তাদের জন্য ২৪ ঘণ্টাই খাবার সরবরাহ করব।’

মুম্বাইয়ের ওরলি ও জুহু এলাকায় খাবার প্যাকেট বিতরণ করা হবে বলে জানান কানাল। তিনি আরো বলেন, ‘আমাদের খাবার প্যাকেটের মধ্যে চা, পানি, বিস্কিট, উপমা ও বড়া পাও রয়েছে। আমরা একটি হেল্পলাইন নম্বর চালু করেছি সেখানে ফ্রন্টলাইনাররা কল করতে পারবেন। আমার সেখানে গিয়ে খাবার দিয়ে আসব। এটি সালমানের কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। আগামী ১৫ মে পর্যন্ত এটি চলবে।’