বিনোদন

করোনায় মারা গেছেন নাদিম-শ্রাবণ জুটির শ্রাবণ

বলিউডের আইকনিক সংগীত জুটি নাদিম-শ্রাবণ। এই জুটির শ্রাবণ রাঠোর মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৬।

ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন শ্রাবণ। ফুসফুসেও সংক্রমণ ছিল। করোনায় আক্রান্ত হলে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবার (১৯ এপ্রিল) মাহিমের এসএল রাহিজা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ক্রমেই তার শরীর আরো খারাপ হতে থাকে। ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় তাকে। বৃহস্পতিবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শ্রাবণ।

ভোজপুরি সিনেমার মাধ্যমে সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন নাদিম-শ্রাবণ। ‘আশিকি’ সিনেমার মাধ্যমে বলিউডে বিশেষ পরিচিতি পান। এই সিনেমার জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান তারা। এরপর ‘সাজন’, ‘ফুল অউর কাঁটে’, ‘দিওয়ানা’, ‘হাম হ্যায় রাহি পেয়ার কে’, ‘রাজা’, ‘রাজা হিন্দুস্তানি’, ‘পরদেশ’, ধাড়কান’, ‘সড়ক’র মতো ব্লকবাস্টার সিনেমার সংগীত পরিচালনা করেছেন নাদিম-শ্রাবণ।

শ্রেয়া ঘোষাল, আরমান মালিক, সেলিম মার্চেন্ট, জিৎ গাঙ্গুলিসহ বলিউডের সংগীত ভুবনের অনেকেই শ্রাবণ রাঠোরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অন্যদিকে দীর্ঘদিনের সঙ্গীর বিদায়ে শোকাহত নাদিম। তিনি বলেন, ‘আমি ভেঙে পড়েছি। ভীষণ কষ্টে আছি। আমার এতদিনের বন্ধু, আমার সঙ্গী আর নেই। চারিদিকে এক গভীর শূন্যতা অনুভব করছি।’