বিনোদন

তবীবের গানে ডাক্তার-পুলিশের বিতণ্ডা (ভিডিও)

কয়েক দিন আগে নগরীর রাস্তায় ধারণ করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যায়, কয়েকজন পুলিশ ও একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে এক ডাক্তারের উত্তপ্ত বাকবিতণ্ডা। সেই ঘটনা গানের ভিডিওতে তুলে আনলেন আলোচিত র‌্যাপার তবীব মাহমুদ।

‘সুশিক্ষার অভাব’ শিরোনামের এ গানের কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন তবীব মাহমুদ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তার ইউটিউব চ‌্যানেলে মুক্তি পেয়েছে গানটি।

নতুন এ গানের বিষয়ে তবীব মাহমুদ বলেন—‘করোনা সংকটে সম্মুখ থেকে যুদ্ধ করছেন আমাদেরই ডাক্তার, আমাদেরই পুলিশ। সরকারের কর্মকর্তাদের নিজেদের মাঝে এমন আচরণ আমাদের প্রশ্নবিদ্ধ করে। মুক্তিযোদ্ধাদের সন্তানেরা যদি তাদের পিতার ত্যাগকে এভাবে অসম্মান করে তবে তা দুঃখজনক। আমাদের মনে হয় দেশে এখন সুশিক্ষার অভাব চলছে। নতুন প্রজন্মের এ সমস্যা সমাধান করতে হবে।’  

তবীব মাহমুদ ও ‘গলি বয়’ রানা সাধারণত জুটি বেঁধে গান গেয়ে থাকেন। তবে এই গান একাই গেয়েছেন তবীব।

২০১৯ সালে পথশিশু রানাকে নিয়ে গান করে তুমুল আলোচনায় আসেন তবীব। এরপর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে নিয়মিত গানে গানে কথা বলে যাচ্ছেন তারা। সামাজিক অসঙ্গতি নিয়েও গান করেন এই জুটি।