বিনোদন

সস্ত্রীক করোনায় আক্রান্ত প্রযোজক আব্দুল আলীম হাসপাতালে

সস্ত্রীক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রযোজক ও প্রদর্শক আব্দুল আলীম। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে স্ত্রী মনোয়ারা বেগমকে নিয়ে চিকিৎসাধীন রয়েছেন তিনি। রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করেছেন আব্দুল আলীমের মেজ ছেলে আতিকুর রহমান লিটন।

গত ১৫ এপ্রিল আব্দুল আলীম, তার স্ত্রী ও পরিবারের সবাই করোনার টিকার দ্বিতীয় ডোজ নেন। বিষয়টি জানিয়ে আতিকুর রহমান লিটন বলেন, ‘গত শুক্রবার গভীর রাতে হঠাৎ করেই আব্বা অসুস্থ হয়ে পড়েন। তারপর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে করোনা পরীক্ষা করানো হলে রেজাল্ট পজিটিভ আসে। তাৎক্ষণিকভাবে আব্বাকে সেখানে ভর্তি করাই। মায়েরও পজেটিভ আসে। দুজনেই এখন একই হাসপাতালে ভর্তি রয়েছেন।’

বাবা-মায়ের বর্তমান শারীরিক অবস্থা জানিয়ে আতিকুর রহমান লিটন বলেন, ‘আগেই আব্বার হার্টে রিং পরানো হয়েছে। তা ছাড়া তিনি ডায়াবেটিসের রোগী। তাই কিছুটা উদ্বিগ্ন ছিলাম। আব্বার সিটি স্ক্যান করানো হয়েছে। সর্বশেষ রোববার (২৫ এপ্রিল) রাতে চিকিৎসকরা জানিয়েছেন, গত দুইদিনে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।’

আতিকুর রহমান লিটন ফিল্ম ক্লাবের সাবেক সভাপতি। অভিনয়েও নাম লিখিয়েছেন তিনি। অন‌্যদিকে মনোয়ারা ফিল্মসের স্বত্বাধিকারী আব্দুল আলীমের বড় ছেলে সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু তার বাবা-মায়ের সুস্থতার জন‌্য সবার কাছে দোয়া চেয়েছেন।