বিনোদন

৭ বছর পর মিমের নাটক

চলচ্চিত্র নিয়ে ব‌্যস্ত হওয়ার কারণে কয়েক বছর ধরে ছোট পর্দা থেকে বিদায় নিয়েছেন বিদ‌্যা সিনহা মিম। কিন্তু আগামী ঈদুল ফিতরে তার অভিনীত একটি নাটক প্রচার হবে টেলিভেশনে।

‘দুষ্টু মিষ্টি প্রেম’ নামে এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন এফএস নাঈম। সালেহ আহমদের গল্পে নাটকটি রচনা ও পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ খান। ঈদের ষষ্ঠ দিন নাগরিক টেলিভিশনে রাত ৯টায় প্রচার হবে নাটকটি।

সাত বছর আগে এ নাটকে অভিনয় করেছিলেন মিম। অর্ধ যুগের বেশি সময় পর আলোর মুখ দেখছে নাটকটি। বিষয়টি স্মরণ করে মিম বলেন—‘আমার অভিনীত নাটক ঈদে প্রচার হবে এমন খবর জানতে অনেকেই ফোন দিয়েছেন। নতুন কাজের ব্যাপারেও এত ফোন পাইনি। এই নাটকের কথা ঠিকমতো মনেও নেই। যতদূর মনে পড়ে, এটি রোমান্টিক প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে। সম্ভবত সাত বছর আগে কাজটি করেছিলাম। সেটি যে এতদিন প্রচার হয়নি তা জানতাম না।’

‘দুষ্টু মিষ্টি প্রেম’ নাটকের দৃশ‌্য

করোনা সংকটের কারণে অনেক শিল্পী কাজ বন্ধ রেখেছেন। মিমও তার ব‌্যতিক্রম নন। চলমান লকডাউন শুরুর আগে থেকেই শুটিং বন্ধ রেখেছেন এই অভিনেত্রী। লকডাউন শেষ হলে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেবেন তিনি।