বিনোদন

ভালো চিকিৎসার আবেদন জানানোর পরের দিনই অভিনেতার মৃত‌্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অভিনেতা ও ইউটিউবার রাহুল ভোরা। রোববার (১০ মে) ভারতের দিল্লির রাজিব গান্ধি সুপার স্পেশালিস্ট হাসপাতালে মারা যান তিনি। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর। মুম্বাই মিরর এ খবর প্রকাশ করেছে।

একটি সূত্র বলেন—হাসপাতালে ভর্তির পর থেকেই রাহুলের অক্সিজেনের মাত্রা কমতে থাকে। মৃত‌্যুর আগে ফেসবুকে ভালো চিকিৎসার জন্য আবেদন জানিয়েছিলেন রাহুল। এই স্ট‌্যাটাস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মনীশ শিশোদিয়াকে ট্যাগও করেন তিনি। কিন্তু কোনো সাহায্য আসার আগেই মৃত্যু হয় তার। আর রাহুলের মৃত‌্যুর একদিন পর সোশ‌্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে দারুণ আলোচনা হচ্ছে।

ফেসবুকে রাহুল লিখেছিলেন, ‘যদি ভালো চিকিৎসা পেতাম, হয়তো বেঁচে যেতাম। এবার আর সাহসে কুলাচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি আবার জন্ম নেব আর ভালো কাজ করব। তোমাদের রাহুল।’

করোনা আক্রান্ত হিসেবে নিজের নাম, বয়স, কোন হাসপাতালে ভর্তি রয়েছেন সব তথ্যই রাহুল ফেসবুকে শেয়ার করেন। এই পোস্টের পরের দিনই মারা যান রাহুল। পরিচালক রাজ শান্ডিল্য সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘তুমি আমাদের ছেড়ে চলে গেছো, এখনো বিশ্বাস করতে পারছি না।’ থিয়েটারকর্মী অরবিন্দ গৌর লিখেছেন, ‘রাহুল চলে গেল। এত গুণী শিল্পী আর নেই। গতকালই আমাকে বলেছিল, ‘ভালো চিকিৎসা পেলে হয়তো বেঁচে যেত। ’আমাদের ক্ষমা করিস। আমরা প্রত্যেকেই দোষী।’