বিনোদন

‘সৌভাগ্য’ নিয়ে বিপাকে ডিপজল 

ঢাকাই চলচ্চিত্রের ‘মুভিলর্ড’খ্যাত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। করোনা মাহামারির মধ্যেই ডিপজল প্রযোজিত ও অভিনীত ‘সৌভাগ্য’ সিনেমাটি ৪১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। কিন্তু প্রশাসনিক জটিলতায় হঠাৎ কয়েকটি হল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সিনেমাটি।

জানা গেছে মুক্তির প্রথম দিনেই দিনাজপুরের মর্ডান, সৈয়দপুরের তামান্না, সিলেটের নন্দিতা বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ক্ষেত্রে তাদের যুক্তি সরকারি নির্দেশে জনসমাগম বন্ধে এই পদক্ষেপ নিয়েছে তারা। যদিও সরকারি নির্দেশনার কোথাও সিনেমা হল বন্ধের নির্দেশনা নেই।

এদিকে হল মালিকরা বলছেন এভাবে চলতে থাকলে তাদেরও হল বন্ধ করে দিতে হবে। এফ আই মানিকের পরিচালনায় অমি-বণি কথাচিত্র থেকে মুক্তি পায় ‘সৌভাগ্য’। বিষয়টি দেখভাল করছেন আজিম আহমেদ পাপ্পু। তিনি বলেন, ‘গত ১২ মে বাণিজ্য উপসচিব ও প্রযোজক সমিতির প্রশাসক খন্দকার নুরুল হক আমাদের চিঠি দিয়েছেন। তাতে স্পষ্ট লেখা আছে: ‘অমি-বণি কথাচিত্র থেকে প্রযোজিত ‘সৌভাগ্য’ ছবিটি পবিত্র ঈদ-উল-ফিতর-২০২১ এ মুক্তির জন্য নির্ধারণ করা হলো। তারপরেই আমরা সিনেমাটি মুক্তি দেয়ার সিদ্ধান্ত নেই।’

এ প্রসঙ্গে প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জল বলেন, ‘যেহেতু সময়টা খারাপ তাই স্বল্প পরিসরে স্বাস্থ্যবিধি মেনে হল চালানোর যে নির্দেশনা সরকার দিয়েছে আমরা সেটা মেনে চলছি। বাণিজ্য মন্ত্রণায়ের উপসচিব মহোদয়ও সবুজ সংকেত দিয়েছেন। তারপরও কয়েকটি জেলায় সিনেমা হল বন্ধ করার ঘটনা দুঃখজনক। এতে প্রযোজক যেমন আর্থিক ক্ষতির মুখে পড়েছে, অপর দিকে হল মালিকরাও বিপদে পড়েছে। প্রধানমন্ত্রী এই সেক্টর বাঁচাতে যে পদক্ষেপ নিয়েছেন, প্রশাসন যদি সহযোগিতা না করে তাহলে অচিরেই অনেক মালিক তাদের হল বন্ধ করে দেবে। আশা করছি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে।’