বিনোদন

সাংবাদিক রোজিনার ওপর নিপীড়নের নিন্দা জানালো এফটিপিও

সচিবালয়ে স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের একটি কক্ষে প্রথম আলোর জ‌্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পাঁচ ঘণ্টা আটকে রেখে নিপীড়নের নিন্দা জানিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (১৮ মে) রাতে গণমাধ‌্যমে পাঠানো এক যৌথ বিৃবতিতে এ দাবি জানানো হয়েছে।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন এফটিপিওর চেয়ারম‌্যান মামুনুর রশীদ, টেলিপ‌্যাবের সভাপতি ইরেশ যাকের ও সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহ উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর, অভিনয়শিল্পী সংঘের সভাপতি শহীদুজ্জামান সেলিম ও সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম এবং টেলিভিশ নাট‌্যকার সংঘের সভাপতি মাসুম রেজা ও সাধারণ সম্পাদক এজাজ মুন্না।