বিনোদন

তাদের ‘বাজিমাত’

ভাগ্যের চাকা ঘুরাতে গাড়ি-বাড়িসহ দুই ধনীর দুলালীকে বিয়ে করে হাসান ও মুরাদ। মুরাদের স্ত্রী তামান্না বদ মেজাজি, সঙ্গে স্বঘোষিত রকস্টার। আর তার শ্বশুর ফোরকান আলী বান্টি ভয়ানক মানুষ। অন‌্যদিকে হাসানের স্ত্রী মিনি উদ্ভট চরিত্রের নারী।

মুরাদ-হাসান খুব তাড়াতাড়ি বুঝতে পারে ভাগ্যের চাকা ঘুরাতে গিয়ে তাদের জীবনের চাকাই পাংচার হয়ে গেছে। মুরাদ তার শ্বশুরের অত্যাচার থেকে বাঁচতে আর অন্যদিকে হাসান তার স্ত্রীর ছেলেমানুষী দূর করতে নানা ফন্দি করে। কিন্তু তাতে তারা নিজেরাই একের পর এক ফেঁসে যায়। এমন হাস্যরসাত্মক গল্প নিয়ে গড়ে উঠেছে ধারাবাহিক নাটক ‘বাজিমাত’।

পাপ্পু রাজ রচিত এ নাটক পরিচালনা করেছেন মুসাফির রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মীর সাব্বির, সালহা খানম নাদিয়া, নিলয় আলমগীর, মৌসুমী হামিদ, আব্দুল্লাহ রানা, ডা. এজাজ, কল্যাণ কোরাইয়া প্রমুখ।

রোববার (৩০ মে) থেকে প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার রাত ১০টায় আরটিভিতে প্রচার হবে ধারাবাহিকটি।