বিনোদন

ওমর সানির দীর্ঘ স্ট্যাটাস, নিজেকে বললেন ‘বোকা মানুষ’

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। মৌসুমী, শাবনূরের সঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা। এখন খুব বেশি অভিনয় না করলেও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন সানি। সামাজিক যোগাযোগমাধ্যমে সরব এই অভিনেতা। সেখানেই তিনি নিজেকে ‘একজন বোকা, ভোলা মনের মানুষ’ বলে উল্লেখ করেছেন।

ওমর সানি ফেইসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। লিখেছেন: ‘পরিষ্কার থাকলে সব জায়গায় যাওয়া যায় মসজিদ, মন্দির, পরিবার কিংবা নিজের কর্মস্থান- সব জায়গায়। কিন্তু কিছু মানুষ নিয়ে সংশয় জাগে, মুনাফিক আর কিছু দালাল সম্প্রদায় মানুষের জন্য ভয়ঙ্কর।’

এরপরই সানি নিজের সম্পর্কে লিখেছেন: ‘আমি এক কথায় স্বীকার করছি- আমি একজন অভিনেতা, আমি একজন বোকা, আমি একজন ভোলা মন, আমি একজন মধ্যবিত্ত, আমি একজন ধর্মবিশ্বাসী, সবাই আমাকে পছন্দ করবে এ আমি বিশ্বাস করি না। … আমার অপরাধ আমি একজন সাহসী মানুষ কিন্তু কাপুরুষ নই, বিশাল কোনো পড়াশোনার পাণ্ডিত্য নেই, কোনো দল নেই, হ্যাঁ আমি বিশ্বাস করি পৃথিবীতে কিছু মানুষ আছে আমাকে ভালোবাসে, তাদের জন্য বাঁচতে ইচ্ছে করে, আমার পরিবার অনেক বেশি ভালোবাসে এই বোকা মানুষটাকে।’

এরপরেই এই অভিনেতা পাঠকের দিকে প্রশ্ন ছুঁড়েছেন- ‘কি হাসছেন নিজেকে বোকা বললাম বলে? বোকা হলেও কিছু মানুষের চালাকি আমি বুঝি, সেক্রিফাইস ক্যারেক্টার আমার ভীষণ পছন্দ। এ জন্যই আমার প্রিয় অভিনেতা দিলীপ কুমার (হাহাহাহাহা)।’ 

এটুকু পড়ে পাঠকের হয়তো স্ট্যাটাসটি অগোছালো মনে হতে পারে। এর ব্যাখ্যাও দিয়েছেন সানি। ‘অগোছালো লেখা কারণ কি জানেন? আমি কবি নই, সাংবাদিক নই, অন্য কাউকে দিয়ে লেখাই না, তার জন্য অগোছালো সমালোচনা করবেন, করেন, শিক্ষানবিস আমি একজন- ইমরান।’

ওমর সানি ক্যারিয়ারে ৩১টি বসন্ত পার করেছেন। ‘লাট সাহেবের মেয়ে’, ‘দোলা’, ‘কে অপরাধী’, ‘গরীবের রানী’, ‘হারানো প্রেম’সহ বেশকিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা।