বিনোদন

বিশেষ দিনে ফেরদৌসকে খুদে বার্তা

‘হঠাৎ বৃষ্টি’খ্যাত চিত্রনায়ক ফেরদৌসের আজ জন্মদিন। বিশেষ এই দিনে নেই কোনো আয়োজন। সাদামাটাভাবে দিনটি উদযাপন করছেন তিনি।

ফেরদৌস বলেন, ‘জন্মদিন কখনও ঘটা করে উদযাপন করি না। ঘরোয়াভাবে পরিবারের সঙ্গে উদযাপন করি। এছাড়া শুটিং চলাকালীন জন্মদিনে শুটিং স্পটে অনেক সময় কেক কেটেছি। শুটিং ইউনিটের সবাই মিলে দিনটি উদযাপন করা আর কি! এবার আমার দুই মেয়ে, স্ত্রী, মা, বোন পরিবারের সঙ্গে আছি।’

জন্মদিনে সবার কাছে দোয়া চেয়ে ফেরদৌস বলেন, ‘রাত থেকেই অনেকে  ক্ষুদে বার্তার মাধ্যমে, ফোন কল করে শুভেচ্ছা জানাচ্ছেন। এই অনুভূতি সবসময়ই আনন্দের।’

১৯৭৬ সালের ৭ জুন কুমিল্লার তিতাসে জন্মগ্রহণ করেন ফেরদৌস আহমেদ। পড়ালেখা শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে। আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার বিবি রাসেলের হাত ধরে মডেলিংয়ে হাতেখড়ি। নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর হাতে ধরে চলচ্চিত্রে আগমন। তবে ১৯৯৭ সালে ছটকু আহমেদ পরিচালিত ‘বুকের ভেতর আগুন’ সিনেমায় ফেরদৌস প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান।

ফেরদৌস অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা গাজী মাজহারুল আনোয়ারের  ‘পৃথিবী আমারে চায় না’। তবে ১৯৯৮ সালে ফেরদৌস ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

২০০১ সালে বলিউডের ‘মিট্টি’ সিনেমায়ও ফেরদৌসকে নায়কের ভূমিকায় দেখা গেছে।