বিনোদন

গুজব ছড়ানোয় অভিনেতার মামলা

‘দেবো কি দেব- মহাদেব’ টিভি ধারাবাহিকখ্যাত অভিনেতা মুহিত রায়না। গুজব ছড়ানোয় সম্প্রতি চারজন ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি।

বোরিভালি আদালতের নির্দেশে মুহিতের স্ব-ঘোষিত ভক্ত সারা শর্মা ও তার চার বন্ধু পারভীন শর্মা, আশিব শর্মা ও মিথিলেশ তিওয়ারির বিরুদ্ধে মুম্বাইয়ের গোরেগাঁও থানায় এই মামলা দায়ের হয়। ৬ জুন তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮৪ ধারায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, এই চারজন সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মুহিত বাঁচাও’ ক্যাম্পেইন চালু করেছিলেন। তাদের দাবি, মুহিতের জীবন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মতোই ঝুঁকিতে। তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। এই ঘটনায় বেজায় চটেছেন মুহিত। সেই চারজনের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড, পুলিশকে মিথ্যা তথ্য দেওয়া ও হুমকি দিয়ে চাঁদা দাবির মামলা দায়ের হয়েছে।

‘দেবো কে দেব- মহাদেব’ ছাড়াও ‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমায় অভিনয় করে বিশেষ পরিচিতি পেয়েছেন মুহিত রায়না। ‘কাফির’ ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি।