বিনোদন

হাসপাতালে সংগীতশিল্পী কবীর সুমন

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কলকাতার গুণী সংগীতশিল্পী কবীর সুমন। রোববার (২৭ জুন) রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, হাসপাতালে নিয়ে আসার পরও কবীর সুমনের শরীরে জ্বর ও শ্বাসকষ্ট ছিল। এখনো তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে। তার করোনা পরীক্ষাও করানো হয়েছে, এখনো রিপোর্ট আসেনি। আজ (২৮ জুন) তার বুকের এক্সরে ও রক্তপরীক্ষা করা হয়েছে।

আরেকটি ভারতীয় সংবাদমাধ‌্যম জানিয়েছে, গত কয়েকদিন ধরেই সর্দিজনিত সমস্যায় ভুগছিলেন কবীর সুমন। গলায় ব্যথা অনুভব করছিলেন। রোববার রাতে শারীরিক অবস্থা আরও খারাপ হয়। অক্সিজেন স্যাচুরেশন নামতে থাকে। শ্বাসকষ্টও শুরু হয় এই সংগীতশিল্পীর। এরপর কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন কবীর সুমন। দুই সদস‌্যের একটি মেডিক‌্যাল টিমও গঠন করা হয়েছে। এক চিকিৎসক জানিয়েছেন, বুকের এক্সরে-তে ফুসফুসের নিম্নভাগে সংক্রমণ ধরা পড়েছে। অ্যান্টিবায়োটিক চলছে। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান তিনি।