বিনোদন

পরীমনির বিষয়ে কোনো আইডিয়া নাই: অরুণা বিশ্বাস

বোট ক্লাব কাণ্ডের পর চিত্রনায়িকা পরীমনির বিলাসবহুল জীবন নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। এ নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় নানারকম কাদা ছোড়াছুড়ি হয়েছে। এই সমালোচনার আগুনে ঘি ঢেলেছেন ঢালিউডের একসময়ের জনপ্রিয় নায়িকা অরুণা বিশ্বাস। তার প্রশ্ন—একজন শিল্পী মাসে কত টাকা আয় করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারেন? সাক্ষাৎরভিত্তিক একটি শোয়ে এমন প্রশ্ন করেন অরুণা বিশ্বাস।

শিল্পী সমিতির কোনো সাপোর্ট পাননি—এমন অভিযোগ করেছেন পরীমনি। শিল্পী সমিতির জ‌্যেষ্ঠ সদস‌্য হিসেবে আপনার অভিমত জানতে চাই। সঞ্চালকের এই প্রশ্নের জবাবে অরুণা বিশ্বাস বলেন—‘ফরচুনেটলি ওই সময়ে দেশে ছিলাম না। পরীমনিকে নিয়ে একটি স্ট‌্যাটাস দিয়েছিলাম। তাতে লিখেছিলাম, যদি কোনো মেয়েকে জোরপূর্বক আপত্তিকর কিছু করা হয়, তবে আমার আপত্তি রয়েছে। কিন্তু পরীমনির বিষয়ে আমার কোনো আইডিয়া নাই। আমার আপত্তিটা মূলত একজন নারীর সম্মানের জায়গা থেকে।’

বোট ক্লাব কাণ্ডের পর সোশ‌্যাল মিডিয়ায় অনেকে প্রশ্ন তোলেন এত রাতে কেন ক্লাবে গিয়েছিলেন পরীমনি। আবার পাল্টা প্রশ্ন উঠে, আমার দেশে রাত ১২টায় আমি কেন ঘুরব না? কিন্তু অরুণা বিশ্বাসের কাছে ক্লাব-পার্টির ভাবনা ভিন্ন। তার ভাষায়—‘আমি আলাদা ঘরানার। খুবই পারিবারিক মানুষ, পার্টি মানে বাসায় ভাত-মাছ, পোলাও-মাংস; খাওদাও হইহুল্লোড় করো। কোনো ক্লাবে পার্টি নয় আর গেলেও তা পেশাগত কারণে যাই।’

জীবনের প্রতিটি সময়ে চেক অ‌্যান্ড ব‌্যালেন্সের প্রয়োজন আছে বলে মনে করেন অরুণা বিশ্বাস। এই অভিনেত্রী বলেন, ‘গার্ডিয়ান না থাকার একটি বিষয় আছে, অনেকে পারিবারিকভাবেও গার্ডিয়ান ছাড়া। আমার বাবা নাই, তাই বলে আমার কিন্তু পদস্খলন হয় নাই। বাবা-মা ও স্কুলের যে শিক্ষা তা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি। এখন প্রশ্ন উঠতে পারে পার্টিতে গেলেই কি খারাপ হয়ে যায়? না, তবে জীবনের প্রতিটি সময়ে চেক অ‌্যান্ড ব‌্যালেন্সের প্রয়োজন আছে। একজন শিল্পী হিসেবেও আমার অনেক কর্তব‌্য আছে।’

শিল্পীদের আয়-রোজগার নিয়ে প্রশ্ন ছুড়ে অরুণা বিশ্বাস বলেন, ‘একজন শিল্পী কত টাকা মাসে আয় করলে পাঁচ কোটি টাকার গাড়ি চালাতে পারেন, চার কোটি টাকার বাড়ি কিনতে পারেন! এসব কথা বলছি, কারণ আমিও একজন শিল্পী। ১০-১২টি সিনেমা করার পর আমি গাড়ি কিনেছিলাম, তাও অনেক কম দামি একটা গাড়ি। অনেকে বলতে পারেন, আমি ঈর্ষান্বিত। হ‌্যাঁ, আমি ঈর্ষান্বিত। আমি দেখেছি, যে মেয়েটি ১০০ টাকা কনভেন্স নেওয়ার জন‌্য দাঁড়িয়ে থাকে; সেই মেয়েটি পরের বছর একটি ৬তলা বাড়ি মালিক, সিঙ্গাপুরে ঘুরতে যায়। এই টাকা কোথা থেকে কীভাবে আসছে—এই প্রশ্ন সামাজিকভাবে কারো হয় না?’

অরুণা বিশ্বাসের এই বক্তব‌্য প্রকাশ‌্যে আসার পর পরীমনি ফেসবুক স্ট‌্যাটাসে তার সম্পদের হিসাব দিয়েছেন। তার দাবি— ‘আমার একটি মাত্র হ্যারিয়ার গাড়ি। যেটি ব্যাংক লোনে চলছে এবং আমি একটি ভাড়া ফ্ল্যাটে থাকি।’