বিনোদন

তৌসিফ-পায়েলের স্বপ্ন ও প্রতারণার গল্প

ফেরি করে টি-শার্ট বিক্রি করে রাসেল। একই বস্তিতে বসবাস করা জবাকে ভালোবাসে সে। জবার জীবনে একমাত্র স্বপ্ন সিনেমার নায়িকা হওয়া। রাসেলের স্বপ্ন জবার স্বপ্ন পূরণ করা। গল্পের শুরুটা এখান থেকেই। কিন্তু শেষটা বড় বিস্ময়ের। কারণ রাসেল ও জবা মুখোমুখি হয় কঠিন বাস্তবতার।

এমন এক গল্প নিয়ে সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে ঈদুল আজহার একক নাটক ‘স্বপ্নের নায়িকা’। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন—তৌসিফ মাহবুব ও পায়েল। রাসেল আজমের রচনায় নাটকটি নির্মাণ করেছেন রাফাত মজুমদার রিংকু।

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই গল্প আসলে বাস্তব ঘটনারই একটা প্রতিচ্ছবি। মিডিয়ায় এমন ঘটনা প্রায়ই ঘটে। নায়িকা বানানোর কথা বলে অনেকে প্রতারণা করেন। এ নাটকের মাধ্যমে তেমনই একটি ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি। এর মধ্যে রয়েছে অসাধারণ একটা প্রেমের গল্পও।’  

জানা গেছে, ‘স্বপ্নের নায়িকা’সহ একডজন বিশেষ নাটক নির্মাণ করেছে সিএমভি। ঈদের সাতদিনের আয়োজনে নাটকগুলো পর্যায়ক্রমে মুক্তি পাবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।