বিনোদন

আনন্দে আর্জেন্টিনা, বিশ্রামে ব্রাজিল

কোপা আমেরিকার চূড়ান্ত আসরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা-ব্রাজিলের মুখোমুখি হওয়ার বিষয়টি নিয়ে দারুণ উত্তেজিত ছিল দুই দলের সমর্থকরা। ড্রয়িং রুম কিংবা সোশ‌্যাল মিডিয়ায় আলোচনার একটি বিষয়ে পরিণত হয়েছিল রোববারের (১১ জুলাই) এই ফুটবল ম‌্যাচ। সাধারণ ফুটবলপ্রেমীদের মতো শোবিজ অঙ্গনের তারকারাও বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত ছিলেন।

সর্বশেষ ১-০ গোলে হেরে গিয়ে ব্রাজিল ভক্তদের হতাশ হতে হয়েছে। বিজয়ের পর আর্জেন্টিনা সমর্থকরা উল্লাস করছেন। অন‌্যদিকে ব্রাজিল সমর্থকদের ভীষণ মন খারাপ! তারা এখন বিশ্রাম নিচ্ছেন—বলে দাবি আর্জেন্টিনা ভক্তদের। তবে অনেক ব্রাজিল তারকা সমর্থক নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন সোশ‌্যাল মিডিয়ায়। 

অভিনেতা-গায়ক চঞ্চল চৌধুরী আর্জেন্টিনার সমর্থক। বিজয়ের পর তিনি লিখেছেন—‘নিজেদের উল্লাসের সঙ্গে সঙ্গে, অন্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করুন। কেউ যেন অসহায় বোধ না করে, সেদিকেও খেয়াল রাখতে হবে। আসুন, আনন্দটা সবাই ভাগাভাগি করে নিই।’ চিত্রনায়িকা পূজা চেরিও আর্জেন্টিনার সমর্থক। মেসি তার ক্রাশ। বিজয়ের পর প্রিয় খেলোয়াড়ের ছবি পোস্ট করে এই নায়িকা লিখেছেন, ‘এই অনুভূতি…! ভালোবাসা লিও মেসি!’

সময়ের আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তিনি ব্রাজিলের সমর্থক। খেলা শুরুর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের বক্তব‌্যের সঙ্গে সুর মিলিয়ে দাবি করেছিলেন—‘ব্রাজিল ৫ গোলে বিজয়ী হবে।’ কিন্তু আজকের খেলায় তার এই প্রত‌্যাশা পূরণ হয়নি। তবে প্রিয় দলের সমর্থন ছাড়ছেন না তিনি। এ বিষয়ে নোবেল লিখেন, ‘জিতলে ব্রাজিল, হারলেও ব্রাজিল, মরলেও ব্রাজিল।’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা আর্জেন্টিনার সমর্থক। ফাইনাল খেলার আগে থেকেই দল নিয়ে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। বিজয়ের পর প্রিয় খেলোয়াড় মেসির ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা!’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেলাল খানও আর্জেন্টিনার সমর্থক। বিজয়ের হাসিতে উচ্ছ্বসিত মেসির কিছু ছবি পোস্ট করে লিখেন, ‘ সুন্দর এই দৃশ্যগুলো যত্নে থাকুক।’

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মারজান জেনিফা ব্রাজিলের সমর্থক। প্রিয় দল নিয়ে প্রত‌্যাশা ছিল আকাশচুম্বী। কিন্তু দল হেরে গেছে! খেলায় হারের পর মারজান জেনিফা একটি ভিডিও তার ফেসবুকে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ভীষণ মন খারাপ নায়িকার। শুধু তাই নয়, টিভিতে নেইমারের কান্না দেখে নিজেও কান্না করেন তিনি। ক‌্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসি ব্রাজিল, ভালোবাসি নেইমার।’ অভিনেতা শামীম হাসান সরকারও ব্রাজিলের সমর্থক। প্রিয় দল হারের কারণ ব‌্যাখ‌্যা করে অল্প কথায় শামীম হাসান লিখেন, ‘প্রথমার্ধে নিজেগো টিমের ভিলেজ পলিটিকসের কারণে হারা লাগলো।’