বিনোদন

ইন্ডিয়ান আইডল বিতর্কে কৈলাশ খেরের বক্তব্য

ভারতের জনপ্রিয় গানের রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডল। বেশ কিছুদিন ধরেই এটি নিয়ে বিতর্ক চলছে।

কিছুদিন আগে অনুষ্ঠানটির একটি পর্বে হাজির হয়েছিলেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার। পরে তিনি জানান, প্রতিযোগীদের পারফরম্যান্স ভালো না লাগলেও নির্মাতাদের নির্দেশ মতো প্রশংসা করতে বাধ্য হয়েছিলেন। কারণ এর জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক পান তিনি।

এবার বিতর্ক নিয়ে মুখ খুলেছেন এই শোয়ের সাবেক বিচারক গায়ক কৈলাশ খের। ‘সাইয়া’, ‘পরিন্দা’, ‘তেরি দিওয়ানি’সহ অসংখ্য গানের এই শিল্পী বলেন, ‘মিথ্যা প্রশংসা করা উচিত নয়। সাদাকে সাদা আর কালো কে অবশ্যই কালো বলা উচিত বলে আমার মনে হয়। মিথ্যে প্রশংসা করে কাউকে অন্ধ করে দিয়ে কী লাভ! সত্যের পথে চালনা করাই বিচারক হিসেবে প্রধান কর্তব্য হওয়া প্রয়োজন।’

এর আগে একটি পর্বে কিংবদন্তি গায়ক কিশোর কুমারের সম্মানে তার বিভিন্ন গান পরিবেশন করেন প্রতিযোগীরা। কিন্তু দর্শকেদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, অনুষ্ঠানে আবেগ নিয়ে খেলা হয়েছে। আবার অনেকের কাছে পুরো অনুষ্ঠানটি ছিল হাস্যকর।

পরবর্তী সময়ে এ নিয়ে এক সাক্ষাৎকারে অমিত কুমার বলেন, ‘আমাকে যা বলা হয়েছিল সেটিই করেছি। সবার প্রশংসা করতে বলা হয়েছে, আমিও ভাবলাম বাবার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সেখানে পৌঁছানো মাত্রই আমাকে যা বলা হয়েছে সেটিই করেছি।’