বিনোদন

আবারো গাইলেন চঞ্চল-শাওন

দুজনেই অভিনয় ও গানের মানুষ। বলছি, চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওনের কথা। গত বছর তারা দ্বৈতভাবে কণ্ঠে তুলেছিলেন ‘সর্বত মঙ্গল রাধে’ গানটি। মুক্তির পর গানটি যেমন শ্রোতাপ্রিয়তা লাভ করে, তেমনি কপিরাইট ইস্যুতে তৈরি হয়েছিল জটিলতা। এ নিয়ে জলঘোলা কম হয়নি।

ঈদুল আজহা উপলক্ষে আবারো একসঙ্গে গাইলেন চঞ্চল-শাওন। তাদের কণ্ঠে শোনা যাবে হাছন রাজার কালজয়ী গান ‘নিশা লাগিলোরে’। গত বারের মতো এই গানেরও সংগীতায়োজন করেছেন দেশের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া।

আইপিডিসি আয়োজিত সংগীতের আসর ‘আমাদের গান’-এর দ্বিতীয় সিজনের জন্য তৈরি করা হয়েছে এই গান। খুব শিগগির প্রতিষ্ঠানটির ইউটিউব ও ফেসবুক পেজে মুক্তি পাবে গানটি।

‘সর্বত মঙ্গল রাধে’ গানটি ব্যান্ড সরলপুরের। এর রচয়িতা তরিকুল ইসলাম তপন। তাদের কাছে কপিরাইটের সার্টিফিকেটও রয়েছে। কিন্তু চঞ্চল-শাওনের কণ্ঠে গানটি পরিবেশনের সময় সংগৃহীত গান হিসেবে উল্লেখ করা হয়। এ ছাড়া অনুমতি নেওয়া হয়নি এই ব্যান্ডের। এরপর ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান গিস্টারিস্ট তরিকুল ইসলাম তপনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউটিউব কর্তৃপক্ষ চঞ্চল-শাওনের গাওয়া গানটি সরিয়ে নেয়।