বিনোদন

‘ভালো সিনেমা ও চরিত্র পেতে ২৫ বছর শুধু সংগ্রাম করতে হয়েছে’

জনপ্রিয় বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। অভিনয় দক্ষতায় কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন। ঝুলিতে ভরেছেন অসংখ্য পুরস্কার।

প্রায় তিন দশকের অভিনয় ক্যারিয়ার গড়তে অনেক কাঠখড় পুড়িয়েছেন মনোজ বাজপেয়ী। ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে অনেক লড়াই চালিয়েছেন।

এই অভিনেতার ভাষায়, ‘অনেক ভালো এবং খারাপ সময় দেখেছি। পুরো পথচলাটাই ছিল রোলার কোস্টারের মতো। আমি চাই না, আমার পথ কেউ অনুসরণ করুক। কারণ ভালো সিনেমা ও চরিত্র পেতে ২৫ বছর শুধু সংগ্রাম করতে হয়েছে। যারা এই জগতে আসতে চান তাদের আত্মমর্যাদা এবং স্বপ্নের প্রতি বিশ্বাস থাকতে হবে।’

তবে তার এই দীর্ঘ পথচলা নিয়ে খুব খুশি মনোজ। তিনি বলেন, ‘আমার পথচলা নিয়ে আমি খুশি। সব রকমের রাজনীতির মধ্যেও টিকে রয়েছি। শক্তিশালী প্রতিপক্ষের সামনেও টিকে থাকতে পেরেছি।’

মনোজ বাজপেয়ী অভিনীত পরবর্তী সিনেমা ‘ডায়াল ১০০’। ৬ আগস্ট থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম জি৫-এ এটির স্ট্রিমিং শুরু হবে।