অনেক আলোচনার পর পরিচালক রাজর্ষি দের হাত ধরে টলিউডে পা রেখেছেন রাফিয়াথ রশীদ মিথিলা। কিছুদিন আগে ‘মায়া’ সিনেমার শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ নিয়ে নির্মিত হচ্ছে এই চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় দেখা যাবে মিথিলাকে।
সিনেমাটিতে মিথিলার সহশিল্পী হিসেবে কাজ করছেন কলকাতার অনিন্দ্য চট্টোপাধ্যায়। মিথিলার প্রেমিক রূপে দেখা যাবে তাকে। যদিও রুপালি পর্দায় এ প্রেম পরিণয় পাবে কিনা তা জানাননি অনিন্দ্য। কিন্তু মিথিলা-সৃজিতকে নিয়ে চমকপ্রদ একটি মন্তব্য করেছেন তিনি। তার ভাষায়—‘সৃজিত মুখার্জি ভাগ্যবান, মিথিলার মতো বউ পেয়েছেন। মিথিলা শুধু গুণী বা সুন্দরীই নন, তিনি খুব ভালো মা। ভাগ্যবান পুরুষই এমন নারীকে নিজের করে পায়।’
পর্দার বাইরে মিথিলার সঙ্গে রসায়ন প্রসঙ্গে অনিন্দ্য বলেন, ‘বৌদি আর দেওরের মধ্যে যেমন মিষ্টি সম্পর্ক হওয়া উচিত, ঠিক তেমনটাই। পাণ্ডিত্য, প্রতিভা, অভিনয় ক্ষমতায় মিথিলা অতুলনীয়া। সেই কারণে রাজর্ষি তার কাঁধে নিশ্চিন্তে তিনটি যুগ বহনের গুরু দায়িত্ব তুলে দিয়েছেন।’ এর আগেও মিথিলার সঙ্গে কাজ করেছেন অনিন্দ্য। তার ভাষায়—‘এ নিয়ে আমি আর মিথিলা দ্বিতীয়বার পর্দা ভাগ করলাম। আমাদের প্রথম কাজ একটি মিউজিক ভিডিওতে। এটির প্রযোজক ছিলেন সৃজিতদা।’
১৯৮৯ সালে কলকাতা থেকে গল্পের শুরু, যা শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’। এ বিষয়ে পরিচালক রাজর্ষি বলেন, ‘আমার মনে হয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারী চরিত্র পাওয়া যেত না বলেই হয়তো ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনির আসল চালিকাশক্তি কিন্তু লেডি ম্যাকবেথই। নারীক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরতে চেষ্টা করেছি গল্পটাকে।’
এ সিনেমায় লেডি ম্যাকবেথের চরিত্রে অভিনয় করছেন কলকাতার তনুশ্রী চক্রবর্তী। এছাড়াও অভিনয় করছেন—কমলেশ্বর মুখোপাধ্যায়, গৌরব চট্টোপাধ্যায়, সৌরভ দাস, দেবলীনা কুমার, অনিন্দ্য চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ।