পাভেল রহমানঢাকা, ১৩ মার্চ : বছর দুয়েক হল টিভি নাটককে বিদায় জানিয়েছেন আলিশা প্রধান। এখন তার একমাত্র টার্গেট নায়িকা হিসেবে ঢালিউডে নিজেকে প্রতিষ্ঠা করা। বর্তমানে এ অভিনেত্রী যে সঠিক পথেই আছেন তা তার শুটিং সিডিউল দেখলেই বোঝা যায়।
নির্মাতা সুত্রে জানা গেছে, গত ৯ মার্চ ছবিটির ইউনিট বান্দারবানে গেছে। জাকির হোসেন রাজুর পরিচালনায় ছবিটিতে আলিশার বিপরীতে অভিনয় করছেন নবাগত নায়ক শিপন।
এদিকে বান্দারবান থেকে আলিশা রাউজিংবিডিকে জানিয়েছেন, সেখানে ছবিটির শুটিং হবে ২০মার্চ পর্যন্ত। এরপর ঢাকায় ফিরে বিএফডিসি এবং ঢাকার আশপাশের বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ করা হবে। এছাড়া আগামী ৩০ মার্চ থেকে আবার আলিশা অভিনীত প্রথম ছবি ভুল যদি হয়-এর কিছু অংশের শুটিং হবে। সব মিলিয়ে পুরো মার্চ চলচ্চিত্রে অভিনয় নিয়ে ব্যস্ত থাকবেন তিনি।পাশাপাশি টিভি নাটকে অভিনয় করার ইচ্ছা আছে কিনা জানতে চাইলে আলিশা বলেন, ‘আমি মূলত চলচ্চিত্রাভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি। আপাতত টিভি নাটকে কাজ করতে চাইছি না।’
এখন দেখার বিষয় এই অভিনেত্রীর শখ পূরণ হয় কিনা। সেজন্য অবশ্য দর্শকদের আরো কিছুটা সময় অপেক্ষাতেই থাকতে হবে।
রাইজিংবিডি / শান্ত / রাশেদ শাওন