বিনোদন

বিটিএস-কে সরিয়ে শীর্ষে বিবার

বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ডদল বিটিএস। দক্ষিণ কোরিয়ান এই ব্যান্ডদলকে সরিয়ে শীর্ষস্থানে পপ তারকা জাস্টিন বিবার।

টানা নয় সপ্তাহ বিলবোর্ডের ‘হট ১০০’ গানের তালিকায় শীর্ষে ছিল বিটিএস-এর ‘বাটার’। তবে চলতি সপ্তাহে তার শীর্ষ অবস্থান হারিয়েছে এই গান। এখন তালিকায় সবার উপরে আছে জাস্টিন বিবার ও কিড লারোইয়ের ‘স্টে’। দ্বিতীয় অবস্থান অলিভিয়া রদ্রিগোর ‘গুড ফর ইউ’। এরপরই আছে দুয়া লিপার ‘লেভিটেটিং’। শীর্ষ অবস্থান হারিয়ে চতুর্থ স্থানে আছে ‘বাটার’। শীর্ষ পাঁচের তালিকায় সর্বশেষ গানটি এড শিরানের ‘ব্যাড হ্যাবিট’।

এর আগে অলিভিয়া রদ্রিগোর ‘ড্রাইভার্স লাইসেন্স’ গানকে সরিয়ে ২০২১ সালের সবচেয়ে বেশি সময় শীর্ষে থাকার রেকর্ড গড়ে ‘বাটার’। টানা নয় সপ্তাহ শীর্ষে অবস্থান করে গানটি। তবে ‘হট ১০০’ তালিকায় শীর্ষস্থান হারালেও ‘বিলবোর্ডস সং অব দ্য সামার ২০২১’ ও ‘টপ সেলিং সং’-এর তালিকায় এখনো শীর্ষে রয়েছে ‘বাটার’।