আমিনুল ই শান্তঢাকা, ২৭ মার্চ : রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে শুক্রবার, ২৮ মার্চ মুক্তি পাচ্ছে মনসুর আলী পরিচালিত মুক্তিযুদ্ধের কাহিনি নির্ভর সিনেমা ’৭১ এর সংগ্রাম। এ সিনেমার কেন্দ্রিয় চরিত্র করিমে’র ভূমিকায় অভিনয় করেছেন আমান রেজা। এতে তার বিপরীতে নায়িকা দিলরুবা ইয়াসমিন রুহি।র্যাম্প মডেল রুহির এটি প্রথম সিনেমা হলেও আমান অভিনীত বেশকিছু সিনেমা এর আগে মুক্তি পেয়েছে। তবে সেগুলো তেমন একটা দর্শক টানতে পারেনি। তাছাড়া তিনি আলোচনায় আসতেও ব্যর্থ হয়েছেন এর আগে। সঙ্গত কারণেই এবারের সিনেমাটি নিয়ে তার প্রত্যাশা আকাশচুম্বি।ছবিটি গতানুগতিক বাণিজ্যিক ধারার না হলেও চলচ্চিত্র বোদ্ধাদের নজড় কাড়বে বলেই সিনেমাসংশ্লিষ্টদের অভিমত। সেই দিক থেকে এই সিনেমাটি তার ক্যারিয়ারের জন্যও খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে রাইজিংবিডি কথা বলেছে এই অভিনেতার সঙ্গে। তার কথার সুত্র ধরেই এই রচনা।
রাইজিংবিডি/রাশেদ শাওন