বিনোদন

ভাই হারালেন মহেশ বাবু

না ফেরার দেশে তেলেগু সিনেমার অভিনেতা-নির্মাতা রমেশ বাবু। তার বয়স হয়েছিল ৫৬। তিনি সুপারস্টার মহেশ বাবুর বড় ভাই।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার (৮ জানুয়ারি) হঠাৎ অসুস্থতাবোধ করলে রমেশ বাবুকে দ্রুত হায়দরাবাদের এশিয়ান ইনস্টিটিউট অব গ্যাস্ট্রো এন্টোমোলজি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জানা যায়, তিনি লিভারজনিত সমস্যায় ভুগছিলেন।

রমেশ বাবু ১৯৭৭ সালে শিশুশিল্পী হিসেবে ‘মানুশুলু চেসিনা ডোঙ্গালু’ সিনেমার মাধ্যমে শোবিজে পা রাখেন। এরপর ‘নীদা’, ‘পালু নেলু’, ‘সম্রাট’, ‘চিন্নি কৃষ্ণুড়ু’, ‘বাজার রাউডি’, ‘মুগুরু দোডুকুলু’, ‘ব্ল্যাক টাইগার’সহ ১৭ টি সিনেমায় অভিনয় করেছেন। যদিও অভিনয় ক্যারিয়ারে খুব বেশি সাফল্য পাননি তিনি। পরে প্রযোজক হিসেবে নাম লেখান। ‘অর্জুন’, ‘আথিড়ি’, ‘ডোকুড়ু’, ‘আগাড়ু’, ‘সূর্যবংশম’ প্রভৃতি সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

রমেশ বাবুর মৃত্যুতে সহকর্মী ও ঘনিষ্ঠজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। রোববার তার শেষকৃত্যে পরিবারের সদস্য ও অন্যরা হাজির হয়েছেন। তবে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এতে উপস্থিত হতে পারেননি মহেশ বাবু।