বিনোদন

শাকিব খানকে নিয়ে কথা বলার আমি কেউ না: বুবলী

উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। অনেক দিন পর এফডিসিতে এসে ভালো লাগছে। শিল্পীদের নিরাপত্তার কথা ভেবে যে ব্যবস্থা করা হয়েছে তা খুবই ভালো। নির্বাচন উপলক্ষে দুই বছর পরপর আমাদের মিলনমেলা হয়- দিনটি আমাদের জন্য আনন্দের। ভোট দিয়ে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন চিত্রনায়িকা বুবলী।

এ সময় তিনি ‘যারা নির্বাচিত হবেন তারা শিল্পীদের কল্যাণে কাজ করবেন’ বলেও মন্তব্য করেন। 

নির্বাচনে কাদা ছোড়াছুড়ি হচ্ছে না উল্লেখ করে বুবলী বলেন, ‘শিল্পীদের নির্বাচন নিয়ে যেসব আলোচনা হচ্ছে এটা স্বাভাবিক- এটুকু হতেই পারে। ভোটের দিন দুটি প্যানেল হলেও নির্বাচনের পরের দিন আমরা সবাই সমান। শিল্পীদের কোনো ভেদাভেদ নেই।'

‘অনেকেই প্যানেল পরিবর্তন করেছে, এটা আমি পজিটিভভাবে দেখছি। সবাই উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন। ভোট যুদ্ধ মনে হচ্ছে না।’ বলেন এই নায়িকা।  

শাকিব খানের অনুপস্থিতিতে চলচ্চিত্রের ক্ষতি হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বুবলী বলেন, ‘এত বড় অভিনেতাকে নিয়ে কথা বলার আমি কেউ না। নির্বাচন নিয়ে আছি, নির্বাচন নিয়েই থাকি।’