বিনোদন

এখনো বেঁচে আছি: মিয়া খলিফা

সামাজিক যোগাযোগমাধ্যম বা নেট দুনিয়ায় মৃত্যু গুজব নতুন কিছু নয়। এবার সেই গুজবের চক্করে মিয়া খলিফা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সাবেক এই পর্নো তারকা। কিন্তু এই ডিজিটাল দুনিয়াতেই হঠাৎ করেই রটে গেলো— মারা গেছেন তিনি। তবে মাইক্রোব্লগিং সাইট টুইটারে মিয়া খলিফা নিজেই জানালেন এখনো বেঁচে আছেন।

মিয়া খলিফাকে নিয়ে গুজবের সূত্রপাত ফেসবুক থেকে। হঠাৎ করেই তার প্রোফাইল ‘রিমেম্বারিং’ অ্যাকাউন্ট হিসেবে পরিবর্তন করা হয়। সাধারণত কেউ মারা গেলে এইভাবে তার অ্যাকাউন্টটি বদলে দেওয়ার পদ্ধতি বহুদিন ধরেই রয়েছে। মিয়ার অ্যাকাউন্টটি এমন হওয়ায় নেটিজেনদের মধ্যে এ নিয়ে হইচই শুরু হয়।

পরে নিজের জীবিত থাকার খবর দিতে টুইটারে একটি মিম শেয়ার করেন মিয়া খলিফা। ১৯৭৫ সালের ‘মন্টি পাইথন অ্যান্ড দ্য হোলি গ্রেইল’ নামের একটি সিনেমার দৃশ্য থেকে তৈরি ওই মিমের মাধ্যমেই মিয়ার সরব ঘোষণা, ‘আমি এখনো মরিনি। বেঁচে আছি।’

তবে মিয়াকে নিয়ে এই ধরনের গুজব নতুন নয়। এর আগেও তার মৃত্যু গুজব শোনা গেছে। শুধু তাই নয়, কয়েক বছর আগে চাউর হয়েছিল তিনি এইচআইভি পজিটিভ। তবে প্রতিবারই মিয়া খলিফা নিজেই তাকে নিয়ে এই গুজব বন্ধ করেছেন।