বিনোদন

শ্যামল-নাদিয়ার ‘কান্না ঘর’

শিক্ষিত যুবক আবির গ্রামে কান্না ঘর বানিয়ে সবার হাসির পাত্র হয়। বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারে না তার মা দিলরুবা বেগম ও ভালোবাসার মানুষ মিমি। সবাই তাকে ঘরটি ভেঙে ফেলতে বললেও রাজি হয় না সে। এতে মা-মিমি দু’জনেই তার উপর ভীষণ ক্ষিপ্ত হয়।

আবিরের কান্না ঘরের বৈশিষ্ট হলো—এখানে যে কেউ মনের ইচ্ছামতো চিৎকার করে কান্না করতে পারবে। মানুষের মাঝে জমে থাকা নীল কষ্ট দূর করতে পারবে। কান্না করে মনকে সান্ত্বনা দিলে যুগ যুগ ধরে বয়ে বেড়ানো সকল কষ্ট লাঘব হয়। আর এই কান্না ঘরের মাঝে আছে বিভিন্ন জীবন বোধের উক্তি, যা পড়ে মানুষ তার জীবনের মানে উপলদ্ধি করতে পারে। ঘরটিতে রাখা আছে একটি টেলিফোন, যা দিয়ে মনোবিজ্ঞানীর সঙ্গে কথা বলে সঠিক সিদ্ধান্ত নিতে পারে।

এমন গল্প নিয়ে সবুজ খান নির্মাণ করেছেন একক নাটক ‘কান্না ঘর’। এন. ডি. আকাশ রচিত এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—শ্যামল মাওলা, সালহা খানম নাদিয়া, সূচনা সিকদার, সম্পা নিজাম, সেলজুক, জাহাঙ্গীর আলম, মশিউল হক মনা প্রমুখ। ঈদুল আজহায় বৈশাখী টিভিতে প্রচার হবে নাটকটি।