বিনোদন

ঈদ আসবে ঈদের আয়োজন হবে না তা কি করে হয়: মিম

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। সনাতন ধর্মের হলেও প্রতি বছর পশু কোরবানি করেন তিনি। এবারও ব্যতিক্রম হয়নি।

শনিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন মিম। এতে ঈদ ও তার সিনেমা মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এই অভিনেত্রী। নিজের কোরবানির পশুর সঙ্গে ছবি পোস্ট করে তিনি লিখেছেন: ‘নিজের ছবি মুক্তির সময় যেমন আনন্দ লাগে, নিজের দেশে বছরের দুই ঈদেও ঈদের আয়োজন করতে ভালো লাগে। ছোটবেলা থেকে বান্ধবীদের নতুন কাপড় কেনা দেখে নিজেও ঈদে কাপড় কিনতাম। নতুন কাপড় ঈদের আগে কাউকে দেখাতাম না। ঈদ আসবে ঈদের আয়োজন হবে না তা কি করে হয়। ঈদের সেই আয়োজন করতে এখনো ভালো লাগে। বলা যায় অভ্যাস।’

কোরবানির কারণ উল্লেখ করে মিম জানান, তার বাসায় যারা সারা বছর কাজ করেন প্রত্যেকেই মুসলিম। তারা পরিবারেরই অংশ। মূলত তাদের কথা ভেবেই কোরবানির পশু কিনেছেন এই নায়িকা। তার ভাষায়, ‘আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের আনন্দ ছড়িয়ে পরুক সবার পরাণে। সবাইকে ঈদ মোবারক।’

এদিকে ঈদ উপলক্ষে রোববার মুক্তি পাচ্ছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় আরো আছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহান।