বিনোদন

‘দ্য ভার্জিনিয়ান’ অভিনেতা ক্লু গুলাগার মারা গেছেন

‘দ্য ভার্জিনিয়ান’খ্যাত অভিনেতা ক্লু গুলাগার মারা গেছেন। গত ৫ আগস্ট ক্যালিফোর্নিয়ায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৯৩ বছর। ‘দ্য রিটার্ন অব লিভিং ডেড’ সিনেমার এ অভিনেতার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন তার জামাতা দিয়ানে গোল্ডনার।

গত শতকের পঞ্চাশের দশকে অতিথি শিল্পী হিসেবে টিভি সিরিজে অভিনয় শুরু করেছিলেন গুলাগার। ক্যারিয়ারের শুরুর দিকে এনবিসির ‘দ্য টল ম্যান’ সিরিজের দুই সিজনে অভিনয়ের পর নিয়মিত কাজের ডাক পেতে থাকেন তিনি। পরবর্তীকালে ‘দ্য ভার্জিনিয়ান’, ‘দ্য লাস্ট পিকচার শো’সহ বেশ কয়েকটি কাজে পাওয়া গেছে তাকে। প্রায় সাত দশকের দীর্ঘ ক্যারিয়ারে ১৬৫টি টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেন গুলাগার।

আশির দশকে সিনেমায় নিয়মিত হন গুলাগার। অভিনয় করেন ‘দ্য ইনিশিয়েশন’, ‘আ নাইটমেয়ার অন ইলম স্ট্রিট টু: ফ্রেডি রিভেঞ্জ’সহ বেশ কয়েকটি সিরিজে। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কুয়েন্টিন ট্যারান্টিনোর ‘ওয়ানস আপন আ টাইম’ সিনেমায় শেষবারের মতো দেখা গেছে গুলাগারকে।