বিনোদন

চিৎকার করতে না পারাও সম্ভবত ভালো: শবনম ফারিয়া

ছোট ও বড় পর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। নাটক-টেলিফিল্মের কাজ নিয়েই অধিকাংশ সময় ব্যস্ত থাকেন। অভিনয় ক্যারিয়ারে বেশ খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। তবে স্বভাবে অনেকটা—ঠোঁটকাটা। যার কারণে প্রায় সময়ই আলোচনায় থাকেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব শবনম ফারিয়া। সমসাময়িকা নানা বিষয় নিয়েও ফেসবুকে নিজের ভাবনার কথা বলে থাকেন। এবার এই অভিনেত্রী জানালেন— এক সময় ‘ডোন্ট কেয়ার’ স্বভাবের ছিলেন তিনি। এক ফেসবুক পোস্টে শবনম ফারিয়া বলেন, ‘একটা সময় ছিল, কাউকে কেয়ার করতাম না। কে কী বললো আমাকে নিয়ে, কে কী ভাবলো তাতে কিছুই আসতো-যেতো না!’

যখন যা মাথায় আসতো তাই বলে ফেলার অভ্যাসটি বেশি দিনের পুরোনো নয়। তা উল্লেখ করে ফারিয়া বলেন, ‘‘এইটা কিন্তু খুব বেশিদিন আগেরও কথা না। যা মাথায় আসতো লিখে ফেলতাম, বলে ফেলতাম। আসলে তখন ভেতরে আমি অনেক হালকা ফিল করতাম। বুকের ভেতর পাথর নিয়ে ঘুরে-বেড়ানোর অনুভূতি ছিল না। সম্ভবত ‘বুকের ভেতর কিছু পাথর থাকা ভালো…।’’

ফারিয়া তার বর্তমান মানসিক অবস্থার ঈঙ্গিত দিয়ে বলেন, ‘চাইলেও আর চিৎকার করতে না পারাও মনে হয় ভালো। বুক ফেটে চিৎকার করতে চাইলেও মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হওয়াও সম্ভবত ভালো। অনেক কিছুর বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে উপরওয়ালার কাছে, প্রকৃতির প্রতিশোধের আকুতি করাও হয়তো ভালো।’  

শবনম ফারিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘হোটেল নিরিবিলি’। মেহেদী হাসান হৃদয় রচিত ও পরিচালিত এ ওয়েব ফিল্মটি গত মাসে মুক্তি পায়। এতে আরো অভিনয় করেছেন— মুশফিক আর ফারহান, শহীদুজ্জামান সেলিম, শরাফ আহমেদ জীবন প্রমুখ।