বিনোদন

‘একজন মানুষের ভেতরও মৃত্যুচিন্তা হলে আমার সার্থকতা’

দাপুটে খল অভিনেতা মিশা সওদাগর। এবার তাকে দেখা যাবে ভিন্ন ধাঁচের গানের মডেল হতে। 

‘মইরা গেলে ফিরা আসে না’ শিরোনামে একটি গানের গল্পনির্ভর ভিডিওতে অভিনয় করেছেন তিনি। রফিকুল ইসলাম তাওহিদের কথায় এতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান। সুরও করেছেন তিনি।  ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন এলান। সম্প্রতি গাজীপুরের পুবাইলের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। 

এ প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, আমি বরাবরই ধর্মীয় আয়োজনগুলোতে থাকার চেষ্টা করি। ধর্মীয় বিধি-বিধান মেনে চলার চেষ্টা করি। সেইদিক থেকে এ কাজটি করার জন্য আগ্রহী হয়েছি। আমার এ কাজটি দেখে যদি একজন মানুষের ভেতরও মৃত্যুচিন্তা হয় সেটাই আমার সার্থকতা।

গানটির প্রেক্ষাপট নিয়েও তিনি কথা বলেন। গল্পের শুরুতে দেখা যাবে আমি নানা ভাবে অর্থ উপার্জন করি। এর মধ্যে একদিন আমার শিশু সন্তানটি মারা যায়। তারপর আমার মধ্যে উপলব্ধি হয় কেন এত অর্থ উপার্জন করছি। সত্যি বলতে একজন মানুষকে সুন্দরভাবে বাঁচার জন্য অনেক অর্থের প্রয়োজন পড়ে না। তবুও আমরা অনেক অন্যায় পথে উপার্জন করছি। মূলত সেই বার্তাটিই এই গজলটির মধ্যে রয়েছে।

‘আহারে জীবন’, ‘লিডার-আমিই বাংলাদেশ’, ‘রিভেঞ্জ’, ‘শেহজাদ খান’সহ বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিশা সওদাগর।