বিনোদন

রাফীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন দীঘির মামা

চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, তিন বছর ধরে তিনি ইন্ডাস্ট্রির রাজনীতির শিকার হয়ে আসছেন। সিনেমায় তাকে প্রথমে কাস্ট করা হলেও পরবর্তীতে তাকে বাদ দিয়ে অন্যকে নেওয়া হয়েছে। ইন্ডাস্ট্রির এই সিন্ডিকেটের খেলায় ক্লান্ত ও অসুস্থবোধ করছেন তিনি। 

পোস্টে কোনো পরিচালক বা প্রযোজকের নাম উল্লেখ করেননি দীঘি। এদিকে দীঘির এমন পোস্টের পরপরই তাকে নিয়ে নির্মাতা রায়হান রাফি বিস্ফোরণ মন্তব্য করেন। 

ফেসবুকে একটি ভিডিও বার্তায় রাইয়ান রাফি দীঘিকে টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হতে পরামর্শ দেন। এ সময় দীঘির শারীরিক গঠন নিয়ে কটুক্তি করেন তিনি। তাকে ‘আনফিট’ বলে মন্তব্য করেন। 

ভিডিওতে রাফি বলেন, ‘দীঘির উচিত টিকটক বাদ দিয়ে অভিনয়ে মনোযোগী হওয়া। ফিটনেসের দিকে মনোযোগী হওয়া। সে শুধু আমার সিনেমা থেকে বাদ পড়েছে এমন না, অন্যরা কেন তাকে সিনেমা থেকে বাদ দিল? নিশ্চয়ই তার ঘাটতি আছে।’

সামাজিক মাধ্যমে কাউকে নিয়ে এমন মন্তব্য করাটা ভালো চোখে দেখছেন না নেটিজেনরা। সমালোচনা করছেন তারা। এবার বিষয়টি নিয়ে সরব হলেন দীঘির মামা আবু নুসরাত ভিক্টর। রাফীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিলেন তিনি।

নিজের ফেসবুকে দীঘির মামা লিখেছেন, ‘আমার ভাগ্নি দীঘি যেকোনো কারণে মন খারাপ করে কারো নাম উল্লেখ না করে কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে। কিন্তু চোরের মন পুলিশ পুলিশ বলে একটা ব্যাপার আছে, তাই পরিচালক রায়হান রাফী সাহেব নিজেই মিডিয়ার সামনে এসে সত্য-মিথ্যা মিশিয়ে কথা বলেছেন।’

এরপর তিনি লেখেন, “আপনি ‘সুড়ঙ্গ’ মুভি নিয়ে দীঘির সাথে দুইদিন মিটিং করেছেন আপনার অফিসে এবং দুইদিন আমি দীঘির সাথে উপস্থিত ছিলাম। আপনাকে মনে করিয়ে দেই দ্বিতীয় দিন আপনি চার ঘণ্টা মিটিং করে গল্প শুনিয়েছেন।”

এরপর ভিক্টর লিখেছেন, ‘আপনার সিনেমায় আপনি কাকে নিবেন কাকে নিবেন না সেটা সম্পুর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্ত আপনি আমার ভাগ্নিকে লাইভে এসে মিডিয়ার সামনে অযোগ্য বলতে পারেন না। আমার ভাগ্নি অযোগ্য হলে তিন বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেত না এবং শ্যাম বেনেগালের সাথে কাজ করতে পারত না। আপনি ৫০ বছর কাজ করলেও জাতীয় পুরস্কার পাবেন কিনা সন্দেহ। যাকে দীঘির পরিবর্তে কাস্ট করেছেন উনি কি দীঘির চেয়ে যোগ্য। যদি পূজা, বুবলী বা মিমকে নিয়ে কাজ করতেন তাহলে একটা কথা ছিল। যাকে নিয়েছেন তাকে কেনো নিয়েছেন এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। এটা স্বীকার করার সাহস আপনার নাই বলে আপনি দীঘিকে অযোগ্য বলে শাক দিয়ে মাছ ঢাকার যে চেষ্টা করছেন এটাও সাধারণ মানুষ বুঝে।’

সবশেষে রাফীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়ে দীঘির মামা লেখেন, ‘আপনি বড় ভাই হিসেবে দীঘিকে পরামর্শ দিতে পারেন কিন্তু আপনার অপমান করার কোনো অধিকার নাই। তাই পরবর্তীতে দীঘিকে অপমান করার চেষ্টা করলে আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব। দীঘি বানের জলে ভেসে আসেনি।’