বিনোদন ডেস্কঢাকা, ৩১ মে : বৃহস্পতিবার সকালে প্রিন্স আনোয়ার শাহের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ভারতীয় চলচ্চিত্রের নক্ষত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ।
তার অকাল প্রয়াণে ভারতীয় মিডিয়ায়ঙ্গনে চলছে শোকের মাতম। কোটি ভক্ত-অনুরাগীদের কাঁদিয়ে আজ সন্ধ্যা ছয়টার সময় ঋতুপর্ণ পথ ধরবেন চিরবিদায়ের।
জানা যায়, আজ সন্ধ্যায় তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে টেকনিশিয়ান স্টুডিওতে; এরপর সিরটি মহাশ্মশানে ঋতুপর্ণ ঘোষের শেষকৃত্য সম্পন্ন হবে।
গত কয়েকদিন ধরে প্যানক্রিয়াটাইটিসে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪৯ বছর।
১৯৯৪ থেকে ২০১৩, মাত্র ১৯ বছর। এর মধ্যেই ঋতুপর্ণ ঘোষের মেধা এবং প্রতিভার ফসল মোট ১৯টি ছবি। প্রত্যেকটি ছবিই সতন্ত্র এবং অনবদ্য। ১৯টি ছবির মধ্যে ১২টি জাতীয় পুরষ্কার জয় করেছিল।
সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক পরবর্তী বাংলা সিনেমার নতুন এক ধারা তৈরি করেছিলেন ঋতুপর্ণ। তার মৃত্যু ভারতের, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অপূরণীয় ক্ষতি করে গেল।
রাইজিংবিডি/এলএ