বিনোদন

মেয়েরা আমাকে টিজ করতে লাগল : শাহাদাৎ

রাহাত সাইফুল : স্কুল জীবনেই মঞ্চ নাটকের সঙ্গে জড়িয়ে পরেন শাহাদাৎ হোসেন। তারপর সময়ের আবর্তে ঘনিষ্টতা বেড়েই চলে অভিনয়ের সঙ্গে। অভিনয়কে কেন্দ্র করে গড়ে উঠে ধ্যান-জ্ঞান। সেইতো শাহাদাৎ-এর চলার পথ। মঞ্চনাটক, টিভি পর্দা থেকে রূপালি পর্দায় দাবড়ে বেড়াচ্ছেন সমানতালে। সম্প্রতি এ মডেল ও অভিনেতার সঙ্গে কথা হয় রাইজিংবিডির বিনোদন প্রতিবেদকের।রাইজিংবিডি : এখন কি নিয়ে ব্যস্ত আছেন?শাহাদাৎ : এ মাসের ২০ থেকে  ৩১ তারিখ পর্যন্ত জার্মানি কালচার সেন্টারে ডগ ওমেন ম্যান নাটকের  ১০টা প্রর্দশনী হবে। এটি স্টেইজ শো । মঞ্চের পাশাপাশি রবীন্দ্রনাথের ছোট গল্প তোতা কাহিনি নিয়ে একটি নাটক তৈরির কাজ চলছে। এটির নাট্যরূপ ও পরিচালনা আমিই করছি।এছাড়া টেলিভিশনে কিছু সিরিয়ালের কাজ চলছে। অরণ্য আনোয়ারের দহন নামে একটি নতুন ধারাবাহিক কাজ চলছে। সৌদের পরিচালনায় চলছে পিঞ্জর, তৌহিদ খান বিপ্লব লিপন এর সোনালী মেঘের ভেলা, রাজিব আহসান এর খোলা দরজা, আরো রয়েছে মোহ ভালোবাসা, কিংকর্তব্য বিমুখ, প্রভৃতি।  

পরিচিত :

নাম : শাহাদাৎ হোসেনজন্ম : ১৯৭৬ সালের ৯ই নভেম্বর।জন্ম স্থান : খুলনা জেলা।পড়াশোনা : এসএসসি, এইচএসসি খুলনায়। গ্র্যাজুয়েশন করেন রাষ্ট্রবিজ্ঞানে, ঢাকার বাংলা কলেজ থেকে। পরিবার : বাবা-মা, স্ত্রী, মেয়ে এই নিয়ে তার সংসার। মেয়ের নাম সাওদা বিনতে শাহাদাৎ মেয়ের বয়স পাঁচ বছর চার মাস। স্ত্রীর নাম ফারজানা রিতা। বিয়ে : বিয়ে করেন ২০০৭ সালে। পছন্দের কণ্ঠশিল্পী : শিরোনামহীন ব্যান্ডের তুহিন। পছন্দের অভিনয় শিল্পী : তারিক আনাম খান।

 

রাইজিংবিডি/ঢাকা/১৭ মে, ২০১৪/শান্ত/রাশেদ শাওন