বিনোদন

শতাধিক নারীকে গণধর্ষণ: ‘আজমীর ৯২’ নিষিদ্ধের দাবি

বলিউডের বিতর্কিত সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’। কয়েকটি রাজ্যে এটি নিষিদ্ধ করা হয়েছে। তারপরও বক্স অফিসে সাড়া ফেলেছে এটি। এবার ‘আজমীর ৯২’ সিনেমা নিষিদ্ধের দাবি জানিয়েছে জামিয়াত ওলামা-ই-হিন্দ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

রোববার (৩ জুন) সংগঠনটির সভাপতি মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘এ সিনেমা মুক্তি পেলে সমাজে বিভেদ ও ফাটল তৈরি করবে। তাই কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছি, এ সিনেমা নিষিদ্ধ করা হোক। আর যারা সমাজে বিভেদ তৈরি করছে তাদের নিরুৎসাহী করা হোক।’

বিশেষ একটি ধর্মের সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ড যুক্ত করে দেওয়া হচ্ছে। তা উল্লেখ করে মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘‘হিন্দু-মুসলিমের ঐক্যের প্রতীক এবং ‘প্রকৃত সুলতান’ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমীর। লাখ লাখ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু বর্তমানে সমাজকে বিভক্ত করতে যেভাবে বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে, তা একেবারে বাঞ্ছনীয় নয়। সিনেমা-সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে একটি নির্দিষ্ট ধর্মের সঙ্গে যাবতীয় অপরাধমূলক কর্মকাণ্ডকে যুক্ত করে দেওয়া হচ্ছে, যা আমাদের ক্ষতি করছে।’’

শতাধিক নারীকে গণধর্ষণ ও ব্ল্যাকমেইলের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘আজমীর ৯২’। ১৯৯২ সালে আজমীরে এ ঘটনা ঘটেছিল।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নব্বই দশকের গোড়ার দিকে রাজস্থান একটি গ্যাং সক্রিয় হয়েছিল। যারা স্কুল-কলেজ ছাত্রী ও তরুণীদের ফুঁসলিয়ে নিয়ে গণধর্ষণ করত। আর সেই মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেইল করা হতো। একটি ল্যাবে সেই ছবি প্রিন্ট করে তা ছড়িয়ে দিতো ওই গ্যাং। সেই ছবি দেখিয়ে নির্যাতিতাকে লাগাতার গণধর্ষণ করা হতো। শুধু তাই নয়, নির্যাতিত তরুণীদের বান্ধবীদেরও ফার্মহাউজে নিয়ে যাওয়ার চাপ দেওয়া হতো।

দ্য প্রিন্ট এক প্রতিবেদনে জানিয়েছিল, পৈশাচিক এই ঘটনায় ফারুক চিশতি এবং নাফিস চিশতি জড়িত থাকার অভিযোগ উঠেছিল। যাদের সঙ্গে আজমীর শরীফ দরগার যোগ ছিল।

১৯৯২ সালে রাজস্থান পুলিশের উপ-মহানির্দেশক ছিলেন আমেন্দ্র ভরদ্বাজ। তিনি বলেছিলেন, ‘অভিযুক্তরা সামাজিক এবং আর্থিকভাবে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। তাই নির্যাতিতারা প্রকাশ্যে আসতে ভয় পাচ্ছিলেন।’

‘আজমীর ৯২’ নির্মাণ করেছেন পুষ্পেন্দ্র সিং। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— করন ভার্মা, সুমিত সিং, রাজেশ শর্মা, ইশান মিশ্রা, অলকা আমিন, মনোজ জোশি, শালিনি কাপুর প্রমুখ। আগামী ১৪ জুলাই সিনেমাটি মুক্তির কথা রয়েছে।