বিনোদন

দেশীয় প্ল্যাটফর্মে বাংলা ভাষায় মহেশের সিনেমা

বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাংলা স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। এ প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবুর ‘মহর্ষি’ সিনেমাটি। এটি বাংলায় ডাবিং করা হয়েছে। আগামী ৯ জুন ‘মাহার্ষি জিনিয়াস’ শিরোনামে মুক্তি পাবে।

‘মহর্ষি’ সিনেমা পরিচালনা করেছেন ভামসি পায়দিপল্লী। এর মূল চরিত্রে অভিনয় করেছেন— মহেশ বাবু, পূজা হেগড়ে, আল্লারি, জগপতি বাবু, প্রকাশ রাজ, মীনাক্ষী দীক্ষ্মিত, রাও রমেশ।

২০১৯ সালের ৯ মে মুক্তি পায় তেলেগু ভাষার ‘মহর্ষি’ সিনেমা। মুক্তির পর দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়ায় এটি। ১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা আয় করে ২০০ কোটি রুপির বেশি।

দেশের সর্বপ্রথম ও সবচেয়ে বড় ডিজিটাল কনটেন্ট প্ল্যাটফর্ম বঙ্গ বাংলাদেশের দর্শকদের জন্য প্রথম নিয়ে আসছে সেরা সব দক্ষিণী চলচ্চিত্র; তাও আবার মাতৃভাষা বাংলায়। এছাড়াও বঙ্গতে রয়েছে দেশি ও আন্তর্জাতিক মিলিয়ে জনপ্রিয় তারকাদের ব্লকবাস্টার সিনেমা, ওয়েব সিরিজ, নাটক, লাইভ টিভিসহ বিনোদনের নানা অনুষঙ্গ। দর্শকরা চাইলেই তা বিনামূল্যে দেখতে পাবেন।

২০১৩ সালে দেশের বিনোদন জগতে পথচলা শুরু করে বঙ্গ। নাটক, সিনেমা, মিউজিক ভিডিও, শর্টফিল্ম, টেলিফিল্ম, লাইভ টিভি, ডকুমেন্টারিসহ ভিন্নধর্মী বিনোদনের ওয়ান স্টপ সলিউশন দিচ্ছে প্রতিষ্ঠানটি। বঙ্গ-তে রয়েছে রকমারি মৌলিক কনটেন্ট। প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন উপভোগ্য সব আন্তর্জাতিক কনটেন্ট ও প্রাইম টাইম স্পোর্টস ইভেন্ট। দর্শক যাতে যেকোনো সময় যেকোনো জায়গা থেকে সুস্থ সুন্দর বিনোদন উপভোগ করতে পারেন; সেই লক্ষ্যেই বঙ্গ তাদের প্ল্যাটফর্মে যুক্ত করছে নানা অরিজিনাল কনন্টেন্ট।

বঙ্গ-তে যুক্ত হতে চাইলে, গুগল প্লে স্টোর বা আইওএস স্টোর থেকে বঙ্গ অ্যাপটি ডাউনলোড করে ভিজিট করুন: www.bongobd.com