বিনোদন

‘বেদের মেয়ে জোসনা’র আয় মাত্র ৭ কোটি টাকা!

বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে সবচেয়ে সুপারহিট এবং সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘বেদের মেয়ে জ্যোৎস্না’। চলচ্চিত্রসংশ্লিষ্টরা বলছেন, ১৯৮৯ সালে নির্মিত এই সিনেমার আয় ছিল প্রায় ২০ কোটি টাকা। 

বাংলা সিনেমার ইতিহাসের সর্বাধিক আয় করা এই সিনেমার ব্যবসায়িক আয় ছাড়িয়ে যাবে গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ সিনেমা- নির্মাতা হিমেল আশরাফের এমন মন্তব্যে নতুন করে শুরু হয়েছে আলোচনা। এবার এই আলোচনায় ঘি ঢাললেন চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ।     

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলছেন, ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ সিনেমার প্রযোজকের নেট আয় মাত্র ৭ কোটি টাকা।’

আগামী ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বিগ বাজেটের সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’। এই সিনেমাটি নিয়ে গতকাল ২ আগস্ট আবদুল আজিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য দেন তিনি। ঢালিউড ও হলিউডের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বাজেট বলা হচ্ছে ৮৩ কোটি টাকা। এর কতটুকু বাংলাদেশের মার্কেট থেকে তুলে আনা সম্ভব হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবদুল আজিজ টেনে আনেন ‘প্রিয়তমা’ ও ‘বেদের মেয়ে জোসনা’র আয়ের প্রসঙ্গ। 

আজিজ বলেন, ‘বাংলাদেশে হয়তো বাজেটের ৫ শতাংশও (এমআর-৯: ডু অর ডাই) উঠে আসবে না। আসলে তো ওতো বড় মার্কেট না! আমি ৮০ কোটি টাকা ব্যবসা করবো। বাংলাদেশে ‘বেদের মেয়ে জোসনা’র পরে কোনো সিনেমাই ৫ কোটি টাকার বেশি পায় নি।

‘বেদের মেয়ে জোসনা’ সম্পর্কে আজকে জেনে রাখেন, সিনেমাটির প্রযোজকের শেয়ার (আয়) ছিল ৭ কোটি টাকা। আব্বাস ভাই (আব্বাস উল্লাহ) ও পিনু ভাই (মতিউর রহমান পিনু) প্রত্যেকে সাড়ে ৩ কোটি টাকা করে পেয়েছে। এটা পিনু ভাই নিজ মুখে আমাকে বলে গেছে। বলেন আবদুল আজিজ।