রক্তাক্ত হয়ে হাসপাতালে শরিফুল রাজ। একই দিনে হাসপাতালে ভর্তি হন চিত্রনায়িকা পরীমণি ও তমা মির্জা। অনেকেই রাজ-পরীর দাম্পত্য কলহের মধ্যে তমা মির্জাকে টেনে আনছেন। কেউ কেউ রূপকথার গল্পর মতো মিলিয়ে ফেলছেন রাজ-পরীর মারামারির মধ্যে তমা মির্জাও আহত হয়েছেন! অবশ্য আসল ঘটনা এখনো অজানা। বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটে অধরা রয়েছেন গল্পের পাত্র-পাত্রী রাজ-পরী। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গল্পের তৃতীয় ব্যক্তি তমা মির্জা।
তমা মির্জার মুঠোফোনে এই প্রতিবেদক বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রচন্ড কাশির কারণে কথা বলতে পারেননি তিনি। পরে হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ে তমা জানান ভিন্ন গল্প! যে গল্পে পাত্রের উপস্থিতি পাওয়া যায়নি, রয়েছেন পরীমণি।
তমা মির্জার ভাষ্যমতে, ‘‘আমার বক্তব্য স্পষ্ট, রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশেপাশেও আমি ছিলাম না। ইভেন ১৮ আগস্ট সন্ধ্যায় রাজ-পরী বাসা থেকে বেরিয়ে আমাকে ফোন করেছে দেখা করার জন্য। আমি বলেছি, আমার জ্বর। আজ দেখা হবে না। এরপর পরী বলে, ‘ওকে বাসায় রেস্ট নাও। কাল দেখতে আসব।’ এরই মধ্যে কী হলো, আমি আর জানি না।’’
পরী-তমার হাতে ক্যানোলা পরা ছবি পোস্ট করা প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘১৮ আগস্ট জ্বরের অবস্থা খারাপ হওয়ায় আমি সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হই। প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। সবাই জানেন, আমার অ্যাজমাটিক প্রবলেম রয়েছে। কিডনিতেও সমস্যা রয়েছে। ফলে শরীরে যাই হোক, তখন এগুলো জেগে ওঠে। হাসপাতালে ভর্তি হয়ে আমি ওষুধ খেয়ে অচেতন অবস্থা। হঠাৎ আম্মু ডেকে উঠিয়ে বললো, পরী এসেছে। উঠে দেখি, পরী হুইল চেয়ারে, সঙ্গে রাজ্য-চয়নিকা বৌদি, নাচের দুই ছেলেসহ বেশ কজন আমার কেবিনে। পরী বললো, ওর জ্বর এসেছে। তাই চলে এসেছে। এরপর কাশতে কাশতে গল্প করলাম, সেটাই শেষ।’
রাজ-পরীর দ্বন্দ্বের বিষয়ে কিছুই জানেন না তমা। এ অভিনেত্রী বলেন, ‘পরী আমাকে এ বিষয়ে কিছুই শেয়ার করেনি। হতে পারে আমার শরীর খুবই খারাপ, তাই। হতে পারে, বলার মতো কিছুই ঘটেনি। তবে আমি পরীকে যতটুকু এখন দেখছি, সে তার রাজ্য ছাড়া পৃথিবীর আর কিছুর সঙ্গে নেই।’
এদিকে রাজের রক্তারক্তির ঘটনার পেছনের গল্প কী তা পরিষ্কার করেননি রাজ কিংবা তার ঘনিষ্ঠজনরা৷ আর রাজ কোথায় আছেন কিংবা কীভাবে হলো রক্তারক্তি তার কিছুই জানেন না পরীমণি।
দীর্ঘদিন ধরে চলছে রাজ-পরীর দাম্পত্য কলহ। লম্বা সময় ধরে থাকছেন না একই ছাদের নিচে৷ সম্প্রতি মনোমালিন্য ভুলে এক হন তারা। এর একদিন পরই রক্তাক্ত ও অসুস্থতার খবর পাওয়া যায়।