বিনোদন ডেস্ক : মাসুদ এবং আমজাদ স্বর্ণ মূর্তির খোঁজ জানার জন্য সামিরসহ তার দলের সবাইকে জিম্মি করে, নানাভাবে কথা বের করার চেষ্টা করে। এদিকে তাদের বাবুর্চি ফার্ন্দাদেস এর লাশ গুম করার পরিকল্পনা জেনে যায় মিস্টার খান। মিস্টার খান কি মাসুদের হাত থেকে বেচেঁ ফিরতে পারবে? সামির কি পারবে এই বেড়াজাল থেকে সবাইকে উদ্ধার করতে? জানার জন্য চোখ রাখুন বৈশাখী টিভির পর্দায়। ৩ জুন, মঙ্গলবার বৈশাখী টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘নোনা জল’ এর ৩১তম পর্ব। পান্থ শাহরিয়ার রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করছেন সায়েদুজ্জামান তালুকদার ও জামাল উদ্দিন জামিল।এতে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, শতাব্দী ওয়াদুদ, মাসুদ মহিউদ্দীন, শারমিন জোহা শশী, মঈন আহমেদ, মেহরীন ইসলাম নিশা, মুনতাহীনা টয়া, অদিতি মাহমুদ, সানসি ফারুক সহ আরও অনেকে। নাটকটি নির্মিতি হয়েছে টম ক্রিয়েশনস এর ব্যানারে।
রাইজংবিডি/ঢাকা/২ জুন, ২০১৪/শান্ত