ভারত সফরে এসেছিলেন ইংলিশ ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহাম। গত কয়েকদিন মুম্বাইতে ছিলেন তিনি। বৃহস্পতিবার এ তারকা ফুটবলারের জন্য বলিউড অভিনেতা শাহরুখ খান তার মান্নাতের বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন।
শাহরুখের ডাকে সাড়া দিয়ে মান্নাতে রাতভর বলিউড বাদশার সঙ্গে পার্টি করেন বেকহাম। আর তারপর শাহরুখে যেন পুরোপুরি মুগ্ধ বেকহাম। শুক্রবার (১৭ নভেম্বর) নিজ দেশে ইংল্যান্ডের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই তারকা।
দেশে ফিরেই শাহরুখকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করেছেন বেকহাম। ভালোবাসা মাখানো শব্দ প্রয়োগ করে কিং খানকে তিনি লিখেছেন, ‘আপনি অসাধারণ মানুষ। আপনার বাসায় পা রেখে সম্মানিত বোধ করেছি। আপনার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের শেষ দিনটা আপনার কারণে স্মরণীয় হয়ে থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনি ও আপনার পরিবার লন্ডনে আমার বাসায় আমন্ত্রিত যেকোনো দিন, যেকোনো সময়।’
প্রথম সাক্ষাতেই শাহরুখ যে তার মন জয় করে নিয়েছেন, তা স্পষ্ট বেকহামের পোস্টে।
এর আগে এক্স-এ এক পোস্টে শাহরুখ লিখেছিলেন, ‘বৃহস্পতিবার রাত কাটল আইকনের সঙ্গে। একজন জেন্টালম্যানকে সামনাসামনি দেখলাম। বহু দিন থেকেই তিনি আমাকে অনুপ্রাণিত করেন। ছোট বাচ্চাদের সঙ্গে যখন উনি কথা বলছিলেন, তখন বুঝতে পারলাম কতটা নরম মানুষের তিনি। আপনার পরিবারের জন্য রইল ভালোবাসা। খুব ভালো থাকবেন। আর হ্যাঁ, এবার একটু ঘুমান।’