বিনোদন

তিন সন্ধ্যাতেই হাউজফুল ‘দক্ষিণা সুন্দরী’

পাভেল রহমান : ‘থিয়েট্রেক্স বাংলাদেশ’ প্রযোজিত নাটক ‘দক্ষিণা সুন্দরী’র পরপর তিন সন্ধ্যায় হাউজফুল প্রদর্শনী হয়েছে। গত ১৩ জুন বিকেলে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে। এরপর ১৪ থেকে ১৬ জুন নাটকটির তিনটি প্রদর্শনী আয়োজন করে ‘থিয়েট্রেক্স’।এতে ১৪ ও ১৫ জুন নাট-মন্ডলে উপচেপড়া ভীড় লক্ষ করা যায়। কেউ কেউ টিকেট না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যান। নাটকটির নির্দেশক সুদীপ চক্রবর্তী জানান, ১৬ জুন নাটকটির আরো একটি প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। সেই প্রদর্শনীর অর্ধেক টিকিট এরই মধ্যে শেষ হয়ে গেছে। বিষয়টি বাংলাদেশের নাট্যচর্চার দর্শক সংকটের সময়ে খুবই ইতিবাচক বলে মনে করছেন নাট্য বিশ্লেষকরা।সুদীপ চক্রবর্তী রাইজিংবিডিকে বলেন, ‌‘২০১৪ সালের কমনওয়েলথ গেমস উপলক্ষে ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড আয়োজন করেছে ‘টিন ফরেস্ট থিয়েটার উৎসব’। স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত এই উৎসবেও মঞ্চস্থ হবে মঞ্চনাটক ‘দক্ষিণা সুন্দরী’। উৎসব অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট। দক্ষিণা সুন্দরী নাটকটি মঞ্চস্থ হবে ২৪ জুলাই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।’তিনি আরো বলেন, ‘টিন ফরেস্ট থিয়েটার উৎসবে এবারই প্রথম বাংলাদেশ অংশ নিচ্ছে। ‘দক্ষিণা সুন্দরী’ নাটকের পটভূমি তৈরি হয়েছে সুন্দরবনকে ঘিরে। এখানে গীত, বাদ্য, নৃত্যের সঙ্গে মধ্যযুগের আখ্যানরীতি সর্বপ্রাণবাদী পাঁচালি আকারে উপস্থাপন করা হয়েছে বাংলার রূপ।’সুদীপ আরো জানান, কমনওয়েলথভুক্ত ৭১টি দেশের মধ্যে এই উৎসবে নাটক মঞ্চস্থ করবে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মাল্টা আর জ্যামাইকা।আগামী ২০ জুন এ নাটকের কুশিলবেরা লন্ডনের উদ্দেশ্যে রওয়ানা হবেন। শাহমান মৈশানের রচনায় এ নাটকটি লন্ডনের প্রবাসীদের আমন্ত্রণে দুটি প্রদর্শনী হবে। রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৪/রাশেদ শাওন