বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। তিনি যতটা না অভিনেত্রী তার চেয়েও বেশি ‘ভাইরাল গার্ল’। বিতর্ক তার পিছু ছাড়ে না। আবার নিজেও মাঝেমধ্যে বিতর্ক উসকে দেন। এরপরে সংবাদ শিরোনামে উঠে আসে পুনম পান্ডের নাম। তবে এবার ঘটল অন্য রকম অঘটন। নায়িকার অভিযোগ তিনি নাকি যৌন হয়রানির শিকার হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম ‘হিন্দুস্তান টাইমসে’র খবর, এক ভক্ত সেলফি তুলতে এসে যৌন হয়রানি করেছেন পুনম পান্ডেকে। ওই ঘটনার আংশিক দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একটা লাল রঙের গাউন পরে ফুটপাতে দাঁড়িয়ে আছেন এই বলিউড তারকা। তিনি যখন পাপারাজ্জিদের জন্য পোজ দিচ্ছিলেন তখন পেছন থেকে এক ব্যক্তি সেলফি তোলার আবদার করেন। এরপর পুনমকে জাপটে ধরেন তিনি। একটা পর্যায়ে তাকে চুমু খাওয়ার চেষ্টা করেন। আকস্মিক ঘটনায় চমকে ওঠেন পুনম। নিজেকে দ্রুত সরিয়ে নেন।
তবে নেটিজেনরা এই ভিডিওর সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। অনেকের ধারণা পুনম আলোচনায় থাকার জন্য সাজানো ঘটনার ভিডিও প্রকাশ করেছেন। আবার কেউ বলছেন, খুব বাজে অভিনয়, দুর্বল স্ক্রিপ্ট।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘নাশা’ সিনেমা দিয়ে বলিউডে পুনমের অভিষেক হয়। এরপর ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন এই তারকা।