বিনোদন

এক মাস পরও ‘চাঁদ মামা’ ট্রেন্ডিংয়ের শীর্ষে

ঢালিউড কিং শাকিব খানের আলোচিত সিনেমা ‘বরবাদ’। ঈদুল ফিতরে মুক্তি পায় প্রতীক্ষিত এই সিনেমা। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অর্থাৎ ২৮ মার্চ সিনেমাটির আইটেম গান ‘চাঁদ মামা’ মুক্তি পায়।

গানটি প্রকাশের সাত দিনে ইউটিউবে কোটি ভিউ পার করে ‘চাঁদ মামা’ গানটি। শুধু তা–ই নয়, দুটি ইউটিউব চ্যানেল থেকে আপলোড হওয়া গানটি ট্রেন্ডিংয়ের ১ ও ২ নম্বরে জায়গা করে নেয়। এ গান মুক্তির পর কেটে গেছে ১ মাস ৪ দিন। এতদিন পরও ট্রেন্ডিংয়ের শীর্ষে রয়েছে গানটি। এ পর্যন্ত গানটির ভিউ দাঁড়িয়েছে ২ কোটি ৪৭ লাখের বেশি।

‘চাঁদ মামা’ গান রচনা, সুর, সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান, কণ্ঠ দিয়েছেন প্রীতম ও দোলা। এখনো ভক্তরা গানটি দেশে প্রশংসা করছেন।

‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল। দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে পর্দায় হাজির হন এই যুগল।

তাছাড়াও সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরিন আক্তার সুমি।