নতুন গান নিয়ে হাজির হলেন তরুণ কণ্ঠশিল্পী আকাশ মাহমুদ। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে ‘প্রেমিক স্বৈরাচার’ শিরোনামের গানটি। বরাবরের মতো এ গানেও কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অন্তরা কথা।
গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ। গানের কথার সঙ্গে মিল রেখে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন আকাশ মাহমুদ ও অন্তরা কথা। ভিডিওর কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো। পরিচালনা করেছেন আশিক মাহমুদ।
নতুন গান নিয়ে উচ্ছ্বসিত আকাশ মাহমুদ বলেন, “গানের কথা দারুণ। বরাবরের মতো এবারো চেষ্টা করেছি শ্রোতাদের ভালো একটি গান উপহার দিতে। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।”
আকাশ মাহমুদের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে অন্তরা কথা বলেন, “গানের কথাগুলো খুব ভালো লেগেছে। আকাশ মাহমুদের সঙ্গে কাজের অভিজ্ঞতাও চমৎকার। মিউজিক ভিডিওতে আমাদের দুজনের রসায়নটা দারুণ। বর্তমান সময়ের দর্শকদের চাহিদা মাথায় রেখেই ভিডিও নির্মাণ করা হয়েছে। আশা করছি, সবার ভালো লাগবে।”