যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা ২৬ বছর বয়সী সাবরিনা কার্পেন্টার। বিশ্বব্যাপী জনপ্রিয়তা পান ‘প্লিজ, প্লিজ, প্লিজ’ গানটি দিয়ে। এই গানে সাবরিনা কার্পেন্টারের সঙ্গে মডেল হয়েছিলেন আইরিশ অভিনেতা ব্যারি কেওগান। তাদের রোমান্সে বুঁদ হয়েছিলেন নেটিজেনরা। সত্যিকার অর্থেই একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন তারা।
পেজ সিক্স-এর তথ্য, সম্প্রতি আইরিশ অভিনেতা ব্যারি কেওগানের সাথে সম্পর্কের ইতি টেনেছেন। তাদের ঘনিষ্ঠজন বলছিলেন, কার্পেন্টার বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে ৩২ বছর বয়সী কেওগানের দিকে নেটিজেনরা আঙুলে তোলেন। কেওগানের বিরুদ্ধে তারা প্রতারণার অভিযোগ আনেন।’’
সাবরিনা ও কেওগানের ছবির কোলাজ
নেটিজেনদের অভিযোগ আমলে নিয়ে কেওগান সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রাম থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন। ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করে রাখেন। এতে কেওগান আরও বেশি সমালোচনায় মুখে পড়েন।
যদিও কেওগান সরাসরি বিশ্বাসঘাতকতার অভিযোগের বিষয়ে কোনও মন্তব্য করেননি। এর আগে তিনি এক্স হ্যান্ডেলে নেটিজেনদের উদ্দেশ্যে লিখেছিলেন, দয়া করে সকলের প্রতি শ্রদ্ধাশীল হোন।
উল্লেখ্য, সাবরিনা গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। গত বছর ৬ জুন প্রকাশিত ‘প্লিজ প্লিজ প্লিজ’ গানটি ইউকে তালিকার শীর্ষে অবস্থান নিয়েছিলো।